16 October, 2023
BY- Aajtak Bangla
বিশ্বকাপের মাঝেই আবার নানা বিতর্কও শুরু হয়ে গিয়েছে। যা নিয়ে আলোচনা চলছে সোশ্যাল মিডিয়ায়।
১৪ই অক্টোবর ভারতীয় দল তাদের তৃতীয় ম্যাচে পাকিস্তানকে সাত উইকেটে হারিয়ে দিয়েছে।
এই হারের পর পাকিস্তানি সমর্থকরা বিরাট আঘাত পেয়েছেন। ওডিআই বিশ্বকাপে আটবার ভারতের মুখোমুখি হয়েছে পাকিস্তান।
আটবারই তারা হেরে গিয়েছে। এই ম্যাচের পরেই বিতর্কে জড়িয়েছেন পাকিস্তানের কোচ মিকি আর্থার।
আর্থার বলেছিলেন- এটা মনে হচ্ছে বিসিসিআই-এর টুর্নামেন্ট, আইসিসি টুর্নামেন্ট নয়। বিশ্বকাপকে দ্বিপাক্ষিক সিরিজ ভাববেন না।
আর্থার বলেছিলেন, 'আমি স্টেডিয়ামে 'দিল দিল পাকিস্তান' শুনিনি। এবার এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে আইসিসি।
ইএসপিএনক্রিকইনফো অনুসারে, আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলে আর্থারের সমালোচনাকে খুব একটা গুরুত্ব দেননি এবং বলেছিলেন যে এটি প্রতিবারই ঘটে।
বার্কলে বলেন- প্রতিটি অনুষ্ঠানেই নানা ধরনের সমালোচনা হয়। আমরা এসব দেখব এবং সেগুলো নিয়ে কাজ করব, আরও ভালো করার চেষ্টা করব।