19 OCTOBER, 2024
BY- Aajtak Bangla
ভারত ও নিউজিল্যান্ডের টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি চলছে। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে।
এই ম্যাচের চতুর্থ দিনে (১৯ অক্টোবর) সরফরাজ খান ভারতের দ্বিতীয় ইনিংসে ১৫০ রানের ইনিংস খেলেন।
ঋষভ পান্তের সঙ্গে সরফরাজ চতুর্থ উইকেটে সেঞ্চুরি রানের পার্টনারশিপ করেন।
এই পার্টনারশিপের সময়, একটা সময় ঋষভ পান্ত রান আউট হয়ে যেতেন। কিন্তু সরফরাজ খান নন স্ট্রাইকিং এন্ডে লাফাতে থাকেন। যা দেখে ফিরে গিয়ে বাঁচেন পান্ত।
এই পুরো ঘটনাটি ঘটেছে ৫৭তম ওভারে। ম্যাট হেনরির ওই ওভারের প্রথম বলটি ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্টের দিকে কাট করেন সরফরাজ খান।
সরফরাজ ও পান্ত সহজেই এক রান নেন। পান্তও দ্বিতীয় রানের জন্য ক্রিজের অনেক বাইরে চলে যান, যদিও সেখানে দুই রান ছিল না।
এ সময় নন-স্ট্রাইকার প্রান্তে উপস্থিত সরফরাজ চিৎকার শুরু করেন। পান্তকে রানআউটের হাত থেকে বাঁচাতে বঝাঁপিয়ে পড়তে শুরু করেন সরফরাজও।
সরফরাজের জাম্পিং প্রতিপক্ষ দলের উইকেটরক্ষককে বিভ্রান্ত করে এবং তিনি উইকেটে সঠিক থ্রো করতে পারেননি।