24 September, 2023
BY- Aajtak Bangla
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নিজের ফর্ম ধরে রাখলেন সূর্যকুমার যাদব। ইন্দোরে তান্ডব চালালেন এক নম্বর টি২০ ব্যাটার।
ক্যামেরন গ্রিনের এক ওভারে মারলেন পরপর চারটে ছক্কা। ইনিংসের ৪৪তম ওভারে এই কাণ্ড ঘটান তিনি।
এই ওভার থেকেই তুলে নেন ২৬ রান। গোটা ম্যাচেই বড্ড বেশি মার খেয়েছেন গ্রিন।
শুধু তাই নয়, বিরাট কোহলির রেকর্ডও ভেঙে ফেললেন সূর্য। সবচেয়ে দ্রুত হাফ সেঞ্চুরি করে ফেললেন তিনি।
বিরাট কোহলির রেকর্ড ছিল ২৭ বলে ৫০ করার। আর সূর্য করেন ২৪ বলে।
অস্ট্রেলিয়ার সামনে শেষ পর্যন্ত ৪০০ রানের টার্গেট দেয় ভারত। ফলে চাপে অস্ট্রেলিয়া।
শুরু থেকেই আক্রমণ করতে থাকেন ওপেনাররা। রুতুরাজ দ্রুত আউট হলেও রানের গতি কমেনি।
গিলের ব্যাট থেকে আসে ৯৭ বলে ১০৪ রানের ইনিংস। শ্রেয়াস ৯০ বলে করেন ১০৫ রান।
পরের দিকে সূর্যকুমাররা মেরে রান দারুণ জায়গায় নিয়ে যান।
শেষ পর্যন্ত ৩৭ বলে ৭২ রান করে অপরাজিত থাকেন। মারেন ৬টি চার ও ৬টি ছয়।