19 February, 2024
BY- Aajtak Bangla
ইংল্যান্ডের বিপক্ষে রাজকোট টেস্টে অভিষেক হয় ভারতীয় ক্রিকেটার সরফরাজ খানের। অভিষেক ইনিংসে ৬৬ বলে ৬২ রান করেন তিনি। এরপর দ্বিতীয় ইনিংসেও তিনি অপরাজিত ৬৮ রান করেন।
সরফরাজের অভিষেক ম্যাচ দেখতে স্টেডিয়ামে ছিলেন তাঁর বাবা নওশাদ ও স্ত্রী রোমানা। তিন জনকেই আবেগে ভেসে যেতে দেখা যায়।
তারকা ক্রিকেটার সরফরাজ খানের প্রেমের গল্প, আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের সঙ্গে সঙ্গেই বিস্ফোরক ইনিংস খেলে মন জয় করেছিলেন, বেশ ফিল্মি।
গত বছরের ৬ আগস্ট কাশ্মীরের শোপিয়ান জেলার পাশপোরা গ্রামের বাসিন্দা রোমানা জহুরকে গোপনে বিয়ে করেছিলেন সরফরাজ।
রোমানার বোন বলেন- এত ভালো সম্বন্ধ আসবে আমরা মোটেও আশা করিনি। রোমানা দিল্লিতে এমএসসি পড়ছিলেন সেই সময়।
তিনি বলেন- সরফরাজের খুড়তুতো ভাই রোমানার সঙ্গে পড়াশুনা করতেন। রোমানা একবার ম্যাচ দেখতে গিয়েছিলেন। সেই সময় সরফরাজকে রোমানার সঙ্গে পরিচয় করিয়ে দেন।
এরপর সরফরাজের খুড়তুতো ভাইকে সরাসরি বলে দেন রোমানাকে বিয়ে করবে। এরপর বিষয়টি পরিবারের কাছে পৌঁছায় এবং এই সম্পর্ক চূড়ান্ত হয়।
২৬ বছর বয়সী সরফরাজের জেদের ফলেই বিয়ের প্রস্তাব নিয়ে রোমানার বাড়িতে যায় তার পরিবার।
সরফরাজ হলেন চতুর্থ ভারতীয় ব্যাটসম্যান যিনি তার অভিষেক টেস্ট ম্যাচে উভয় ইনিংসে ৫০-এর উপর রান করেছেন।
সরফরাজের আগে দিলাওয়ার হুসেন, সুনীল গাভাস্কার এবং শ্রেয়াস আইয়ার এই নজির গড়েছিলেন।