13 January 2024
BY- Aajtak Bangla
ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম দু'টি ম্যাচের জন্য টিম ঘোষণা করেছে বোর্ড।
দলের নেতৃত্বে থাকবেন রোহিত শর্মা, সহ-অধিনায়ক জাসপ্রীত বুমরা। তবে দলে নেই ঈশান কিশান।
উইকেটরক্ষক ধ্রুব জুরেল প্রথমবার ভারতীয় দলে সুযোগ পেয়েছেন। দলে একেবারেই নতুন মুখ তিনি।
এদিকে দলে জায়গা না পেয়ে করা শামির ইনস্টাগ্রাম পোস্ট নিয়ে আলোচনা চলছে। তিনি লিখেছেন- ফ্লাইট মোড অ্যাক্টিভেটেড।
যদিও এটি টিম ইন্ডিয়া নির্বাচনের আগে করা পোস্ট। তবুও এই পোস্ট নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে।
কিন্তু এই পোস্টের কমেন্টে ভক্তরা শামির অনুপস্থিতি নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন। তাঁরা জিজ্ঞাসা করেছিলেন কেন শামি দলে নেই।
অনেকেই বলেছেন, শামি চোটের কবলে পড়েছেন, সে কারণে তিনি দলে নেই। তবে তাড়াতাড়ি তিনি দলে যোগ দেবেন বলে আশা।
আজ তককে দেওয়া সাক্ষাৎকারে শামি বলেছিলেন যে তিনি ইংল্যান্ড সফরের জন্য ফিট হওয়ার চেষ্টা করছেন।
মহম্মদ শামি সম্প্রতি ২০২৩ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য অর্জুন পুরস্কারে ভূষিত হয়েছেন। বিশ্বকাপে ২৪ উইকেট নেন তিনি।
৩৩ বছর বয়সী শামি বর্তমানে গোড়ালির চোটে ভুগছেন। এ কারণে দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজ খেলতে পারেননি তিনি।