21 AUG, 2023

BY- Aajtak Bangla

ডেবিউ-তেই 'ম্যান অফ দ্য ম্যাচ' রিঙ্কু, কী বলছেন?

করেছেন ৩৮ রান। তবুও ম্যাচের সেরা তিনিই। আইপিএল-এ শেষ ওভারে পাঁচ ছক্কা মেরে কলকাতা নাইট রাইডার্সকে জিতিয়ে প্রচারের আলোয় এসেছিলেন রিঙ্কু।

আর এবার ভারতের জার্সি গায়ে প্রথম ম্যাচ খেলতে নেমেই শেষ দুই ওভারে ঝড় তুললেন রিঙ্কু।

আয়ারল্যান্ডের বিরুদ্ধে শেষ ৬ বলে ২৩ রান করেন কেকেআর ব্যাটার। তাঁর এই ইনিংসের ফলে ২০ ওভারে ১৮৫ রান করে টিম ইন্ডিয়া।

ম্যাচের সেরা হয়ে ক্যাপ্টেন বুমরাকে ধন্যবাদ জানানোর পাশাপাশি রিঙ্কু জানিয়েছেন, আইপিএল-এ যেভাবে খেলেছিলেন, সেভাবে খেলেই সাফল্য এসেছে।

কেকেআর এবারের আইপিএল-এ প্লে অফে খেলতে না পারলেও, রিঙ্কুর ইনিংস মনে রেখেছেন প্রায় সকলেই।

এর জেরেই ভারতীয় দলে সুযোগ হয় তাঁর। আর সুযোগ পেয়েই বিদেশের মাটিতে নিজেকে প্রমাণ করলেন রিঙ্কু।

ম্যাচের সেরা হয়ে রিঙ্কু জানিয়েছেন, ’১০ বছরের পরিশ্রম সার্থক হয়েছে।‘ দরিদ্র পরিবেশ থেকে উঠে এসেছেন রিঙ্কু।

দ্বিতীয় টি২০ ম্যাচে ৩৩ রানে আয়ারল্যান্ডকে হারিয়ে সিরিজ জিতে গিয়েছে ভারতীয় দল।

প্রথম ম্যাচে ডাকওয়ার্থ লুইস নিয়মে ২ রানে জয় পায় ভারতীয় দল। তিন ম্যাচের সিরিজে প্রথম দুই ম্যাচ জিতে গেল টিম ইন্ডিয়া।