29 JUNE, 2023

BY- Aajtak Bangla

এ বছর ভারত VS পাকিস্তানের হয়তো ৫ ম্যাচ, কীভাবে?

মঙ্গলবার প্রকাশিত হয়ে গিয়েছে ভারতে অনুষ্ঠিত হতে চলা বিশ্বকাপের সূচি। আইসিসি এই সূচি প্রকাশ করেছে।

বিশ্বকাপে ১৫ অক্টোবর মুখোমুখি হতে চলেছে দুই দল। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল।

১৯ নভেম্বর মুম্বই ও কলকাতায় হবে সেমিফাইনাল ম্যাচ। কলকাতায় অনুষ্ঠিত হতে চলা এই ম্যাচেও মুখোমুখি হতে পারেন বাবর আজম-রোহিত শর্মারা।

অন্যদিকে বিশ্বকাপের আগেও মুখোমুখি হতে পারে ভারত-পাক। কারণ আসইসিসি বিশ্বকাপের আগে খেলা হবে এশিয়া কাপ।

এবারের এশিয়া কাপের আয়োজন পাকিস্তান হলেও, ভারত খেলবে শ্রীলঙ্কায়। ৩১ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর এই টুর্নামেন্ট।

ফাইনাল সহ মোট ১৩টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এশিয়া কাপে ৬টি দলকে দু’টি গ্রুপে ভাগ করা হয়েছে।

একই গ্রুপে থাকবে ভারত-পাকিস্তান। ফলে এশিয়া কাপে একবার মুখোমুখি হবে ভারত-পাকিস্তান।

ভারত ও পাকিস্তানের গ্রুপে রয়েছে নেপাল। ফলে দুই দলেরই সুপার ফোরে যাওয়া প্রায় নিশ্চিত। সুপার ফোরে রাউন্ড রবেন লিগ হবে। ফলে আবারও মুখিমুখি হবে দুই দল।

এর মধ্যে ভারত-পাকিস্তান ফাইনালে উঠে গেলে পাঁচবার মুখোমুখি হতে দেখা যাবে রোহিত-বাবরদের।