17 june, 2023
BY- Aajtak Bangla
এশিয়া কাপ: ভারত VS পাকিস্তান কতবার?
এশিয়া কাপের সুচী ঠিক হয়ে গিয়েছে। দীর্ঘ টানাপড়েনের পর পাকিস্তানই আয়োজন করছে এবারের এশিয়া কাপ।
যদিও মাত্র চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে পাকিস্তানে। আর বাকি ম্যাচ খেলা হবে শ্রীলঙ্কায়। ভারত-পাকিস্তান ম্যাচও শ্রীলঙ্কাতেই অনুষ্ঠিত হবে।
৩১ আগস্ট থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ। ফাইনাল ম্যাচ হবে ১৭ সেপ্টেম্বর। এশিয়া কাপে ছয়টি দল অংশ নিচ্ছে।
এশিয়া কাপের সম্পূর্ণ সূচী এখনও প্রকশিত হয়নি। সবেমাত্র তারিখ ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল।
তবে এবারও ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে উত্তেজনার পারদ যে চড়বে তা বলাই যায়।
এশিয়া কাপে অংশ নেওয়া ছয়টি দলকে দু’টি গ্রুপে ভাগ করে দেওয়া হয়েছে। মোট ১৩টি ম্যাচ হবে এবারের এশিয়া কাপে।
একই গ্রুপে থাকবে ভারত-পাকিস্তান, ফলে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল যে মুখোমুখি হবে তা একপ্রকার নিশ্চিত।
ভারত ও পাকিস্তানের পাশাপাশি এই গ্রুপে থাকবে নেপালও। ফলে রোহিত শর্মাদের সুপার ফোরে যাওয়া প্রায় নিশ্চিত।
সুপার ফোরে নিজেদের মধ্যে ম্যাচ খেলবে দলগুলি। ফলে আবারও মুখোমুখি হবে ভারত-পাকিস্তান।
দুই দল এরপর ফাইনালে উঠলে আরও একবার সেই মহারণ দেখতে পাবেন ক্রিকেটপ্রেমীরা।
Related Stories
এই পরিচালকের সঙ্গে ডেট টিম ইন্ডিয়ার তারকার, নিজেই জানালেন সম্পর্কের কথা
অবসর ঘোষণার পোস্টে ২৬৯ নম্বরের উল্লেখ কোহলির, কী রহস্য লুকিয়ে?
৩৫ বলে দুরন্ত সেঞ্চুরি, এক ধাক্কায় ৫ রেকর্ড ১৪ বছরের তরুণের
ডানদিকে ঝাঁপিয়ে IPL-এর সেরা ক্যাচ বাটলারের, দেখুন VIRAL VIDEO