22 JUNE, 2023
BY- Aajtak Bangla
‘বেশ করেছি…’ ভারত vs পাকিস্তান ম্যাচে লাল কার্ড দেখেও হুঙ্কার স্টিম্যাচের
ভারত-পাক ম্যাচ, আর সেই ম্যাচে উত্তেজনা থাকবে না তা কী করে হয়?
সাফ কাপের প্রথম ম্যাচে বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে প্রথমার্ধেই উত্তেজনা। সেই উত্তেজনার জেরেই লাল কার্ড দেখেন ইগর স্টিম্যাচ।
ম্যাচের ৪৫ মিনিটে থ্রো পায় পাকিস্তান। সেই সিদ্ধান্তে খুশি ছিলেন না ভারতীয় দলের কোচ। প্রীতম কোটালও ভেবেছিলেন থ্রো পেয়েছেন তাঁরা।
বল ধরতে ছুটে গিয়েছিলেন তিনি। একইসঙ্গে পাকিস্তানের আবদুল্লা ইকবাল বল ধরে থ্রো করতে গেলে তাঁকে বাধা দেন স্টিম্যাচ।
আর তার জেরেই শুরু হয় গন্ডোগোল। একে অপরের দিকে তেড়ে যান দুই দলের ফুটবলাররা। বেশ খানিকটা সময় বন্ধ থাকে ম্যাচ।
এরপর দুই দলের অধিনায়ক হাসান বসির ও সুনীল ছেত্রী শান্ত করার চেষ্টা করেন ফুটবলারদের। এগিয়ে আসেন রেফারিরাও।
রেফারি ও লাইন্সম্যানরা নিজেদের মধ্যে আলোচনা করে ভারতীয় দলের কোচ ইগর স্টিম্যাচকে লাল কার্ড দেখান। অবাক হয়ে যান সুনীল।
যদিও ম্যাচ জিততে অসুবিধা হয়নি ভারতীয় দলের। ৪-০ গোলে তারা হারিয়ে দেয় পাকিস্তানকে।
ভারতীয় দল প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় ভারতীয় দল। ম্যাচের পরে যদিও ঘটনা নিয়রে অনুতপ্ত নন ভারতীয় দলের কোচ।
Related Stories
রুফটপ বার, ব্যক্তিগত পুল, ৬টা বেডরুম দেখুন রিঙ্কুর বাংলোর অন্দরমহল
কেন মাঠে চুইংগাম চিবোন ক্রিকেটাররা? জানলে অবাক হবেন
পিচের মাঝেই লাফালাফি সরফরাজের, সতীর্থের তৎপরতায় বাঁচলেন পান্ত
শামি নয়, ৪০ বছরের এই ক্রিকেটার হলেন বাংলার ক্যাপ্টেন