12 JULY, 2023

BY- Aajtak Bangla

১ উইকেটে ২ রেকর্ড অশ্বিনের, নিলেন পিতা-পুত্রের উইকেট

১ উইকেটে ২ রেকর্ড অশ্বিনের, নিলেন পিতা-পুত্রের উইকেট

ডমিনিকায় আজ থেকে শুরু হয়ে গেল ভারত-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট। প্রথম দিনে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

১৩ তম ওভারের পঞ্চম বলে অশ্বিন বোল্ড করেন ত্যাগনারায়ণ চন্দ্রপলকে (Tagenarine Chanderpaul)। এই উইকেট নিয়ে দুই রেকর্ড গড়েন ভারতীয় অফস্পিনার।

এই উইকেটটি তুলে নিয়েই প্রথম ভারতীয় হিসেবে নয়া নজির গড়লেন ভারতের ১ নম্বর অফ স্পিনার। একমাত্র ভারতীয় হিসেবে নিলেন পিতা-পুত্রের উইকেট।

এর আগে শিবনারায়ণ চন্দ্রপলকে টেস্টে অশ্বিন আউট করেছেন চারবার। এবার তুলে নিলেন তাঁর ছেলের উইকেটও।

ভারতীয় হিসেবে টেস্টে এমন নজির আর কোনও বোলারের নেই। চন্দ্রপল ৪৪ বল খেলে খেলে ১২ রান করে আউট হন অশ্বিনের দুর্দান্ত বলে বোল্ড হয়ে।

অশ্বিন তৃতীয় ভারতীয় হিসেবে সাতশো টেস্ট উইকেট মাইলস্টোন থেকে আর এক কদম দূরে। শুধু তাই নয়, আরও একটি রেকর্ড গড়ে ফেলেন তিনি।

ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি বোল্ড করার রেকর্ডও গড়ে ফেললেন অশ্বিন। এর পাশাপাশি লাঞ্চের আগেই আরও এক উইকেট তুলেছেন তিনি।

অনিল কুম্বলে টেস্টে ৯৫৩ ও হরভজন সিং ৭০৭টি উইকেট নিয়েছেন। এই টেস্ট শুরুর আগে তাঁর উইকেট সংখ্যা ছিল ৬৯৭।

উইকেট পেয়েছেন শার্দূল ঠাকুর ও রবীন্দ্র জাদেজাও। ৬৮ রানেই চার উইকেট হারিয়ে ফেলেছে ওয়েস্ট ইন্ডিজ।