10 May, 2024
BY- Aajtak Bangla
চুল পড়া আজকের সময়ের খুব সাধারণ একটা সমস্যা। সেখানে হেয়ারলাইন কমে যাওয়ার সমস্যা পুরুষদের মধ্যে খুব সাধারণ।
সেলিব্রিটিরাও এই সমস্যায় ভুগছেন। যাঁদের চুল কম হয়ে যায় বা হেয়ারলাইন কম হয়, তাঁরা কয়েকটি পদ্ধতি অবলম্বন করে চুল ফিরিয়ে এনেছেন।
ভারতের পেস বোলার মহাম্মদ শামি সম্প্রতি কিছু ফটো শেয়ার করেছেন, যাতে তাঁকে ঘন কালো চুলে আবৃত দেখা যাচ্ছে।
কিন্তু দীর্ঘ সময় ধরে দেখা যাচ্ছিল যে তাঁর মাথার চুল পড়ে গিয়েছে এবং হেয়ারলাইন উপরে উঠে গিয়েছে।
মহম্মদ শামি একটি ইন্টারভিউতে বলেছেন যে ঋষভ পন্ত তাঁর জন্মদিনে তাঁকে চুল কম থাকা নিয়ে ট্রল করেছিলেন। তারপরে সমাধান খোঁজার চেষ্টা করেন তিনি।
এখন এই পরিস্থিতিতে কেউ কেউ জানতে চান, মহম্মদ শামির কমে যাওয়া চুল কীভাবে ঠিক হলো এবং তাঁর ঘন কালো চুল কীভাবে এল।
আসলে শামি, হেয়ারলাইন ঠিক করার জন্য হেয়ার ট্রান্সপ্লান্ট করিয়েছেন। তাঁর ট্রান্সপ্লান্ট; ডাইরেক্ট হেয়ার ট্রান্সপ্লান্ট টেকনিকে হয়েছে।
ন্যাশনাল লাইব্রেরি অব সায়েন্সে স্টাডি অনুযায়ী ২১ থেকে ৬৬ বছর বয়সি ২৯ জন পুরুষের ডাইরেক্ট হেয়ার ট্রান্সপ্লান্ট করা হয়েছে। ২৭ জনের ভালো এবং ২ জনের ভাল রেজাল্ট আসেনি।
রিসার্চে কনক্লিউশন সামনে এসেছে যে ডাইরেক্ট হেয়ার ট্রান্সপ্লান্ট হেয়ারলাইনকে ঠিক করার এবং নতুন চুল গজানোর জন্য দারুন একটি সমাধানকারী উপকার।
এক্সপার্ট জানাচ্ছেন যে যে সমস্ত লোকেরা গত পাঁচ বছরে ডাইরেক্ট হেয়ার ট্রান্সপ্লান্ট করিয়েছেন তাঁদের অভিজ্ঞতা ভাল।
ডাইরেক্ট হেয়ার ট্রান্সপ্লান্ট প্রক্রিয়ার ২ সপ্তাহ আগে স্মোকিং এবং মদ্যপান বন্ধ রাখতে হবে। নতুবা কিছু সাইড এফেক্ট এর সমস্যা হতে পারে।