5 September, 2023
BY- Aajtak Bangla
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বিশ্বকাপের ভারতীয় দলের ঘোষণা হয়েছে।
দলে রয়েছেন কেএল রাহুল। চোটের জন্য এশিয়া কাপের প্রথম দুই ম্যাচে খেলতে না পারলেও, বিশ্বকাপের দলে জায়গা হয়েছে তাঁর।
কেএল রাহুল চোট সারিয়ে দলে ফিরলেও, হার্দিক পান্ডিয়াকে সহ অধিনায়কত্ব দেওয়া হয়েছে। দলে রয়েছেন জসপ্রীত বুমরাও।
হার্দিক পান্ডিয়া ভারতের টি২০ দলের ক্যাপ্টেন। সেই কারণে একদিনের ক্রিকেটেও সহ অধিনায়ক করা হয়েছে আইপএল জয়ী হার্দিককে।
অন্যদিকে আয়ারল্যান্ড সফরে ভারতীয় দলে ক্যাপ্টেন হিসেবে প্রত্যাবর্তন হয়েছে বুমরার।
ভারতীয় দলে জায়গা পেয়েছেন সূর্যকুমার যাদবও। টি২০ ক্রিকেটে সেরা ব্যাটার হলেও, একদিনের ক্রিকেটে তাঁর ফর্ম খুব ভালো নয়।
সেই জন্যই তাঁকে নেওয়া নিয়ে বিতর্ক হতে পারে। সূর্যকুমারকে এশিয়া কাপের প্রথম দুই ম্যাচেও সুযোগ দেওয়া হয়নি। পরের পর্বে সুযোগ মিলতে পারে।
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, ইশান কিশান, কেএল রাহুল, হার্দিক পান্ডিয়া (সহ অধিনায়ক),
সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাডেজা, অক্ষর প্যাটেল, শার্দূল ঠাকুর, জশপ্রীত বুমরা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ ও কুলদীপ যাদব।