BY- Aajtak Bangla
20 JULY, 2025
ভারতের মহিলা দলের তারকা ক্রিকেটার স্মৃতি মন্ধনা সাধারণ ক্রিকেট প্রেমীদের ক্রাশ।
ভারত-ইংল্যান্ড সিরিজের মাঝেই ভারতীয় মহিলা ক্রিকেট দলের সহঅধিনায়কের জন্মদিনে স্পেশাল পোস্ট করলেন ‘বিশেষ মানুষ’।
আর তাতেই ক্রিকেটার স্মৃতি মান্ধনার সঙ্গে ‘বন্ধু’ বলিউড সংগীত পরিচালক পলাশ মুচ্ছলের প্রেমের সম্পর্কে যেন সিলমোহর পড়ে গেল।
২০২০ সাল থেকে স্মৃতি ও পলাশ একে অন্যের সঙ্গে দারুণ মুহূর্ত কাটাচ্ছেন। পাঁচ বছর পর এই প্রথম প্রেমিকের সঙ্গে ছবি সমাজমাধ্যমে পোস্ট করলেন স্মৃতি। .
ইন্ডিয়া বনাম ইংল্যান্ডের দ্বিতীয় ওয়ানডে ম্যাচের দিন ঘুরে ফিরে চর্চায় ভারতীয় মহিলা ক্রিকেটের বাঁ হাতি তারকার প্রেম কাহিনী।
সিরিজের মাঝেই ১৮ জুলাই সতীর্থদের সঙ্গে নিজের জন্মদিন পালন করেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের সহঅধিনায়ক। তবে তাঁকে চমকে দিয়ে লন্ডনে পৌঁছে যান পলাশ। ।
দুজনে কোয়ালিটি টাইম কাটান বলেও জানা যায়। এখানেই শেষ নয়, শুক্রবারেই সমাজমাধ্যমের একটি বিশেষ পোস্ট নজরে আসে নেটিজেনদের।
মান্ধানাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে পলাশ লেখেন, ‘একদম প্রথম থেকে তুমিই আমার শান্তি এবং উচ্ছ্বাস। আমার সবচেয়ে বড় চিয়ার লিডার। তুমিই আমায় সবচেয়ে বেশি অনুপ্রাণিত কর। মাঠের মধ্যে এবং বাইরে চাপের মধ্যেও কিভাবে এগিয়ে যেতে হয়, সেটা তুমি আমাকে দেখিয়েছ। শান্ত থেকে কতটা শক্তিশালী হওয়া যায় দেখেছি। শুভ জন্মদিন স্মৃতি।’
২২ মে স্মৃতি প্রথম সমাজমাধ্যমে পলাশের সঙ্গে ছবি দিয়েছিলেন ভারতীয় উইমেন টিমের ভাইস ক্যাপ্টেন। তখন থেকে শুরু হওয়া জল্পনায় সিলমোহর পড়ল