BY- Aajtak Bangla

রুফটপ বার, ব্যক্তিগত পুল, ৬টা বেডরুম দেখুন রিঙ্কুর বাংলোর অন্দরমহল

16 November, 2024

কিছুদিন আগেও থাকতেন এক কামরার ঘরে। কলকাতা নাইট রাইডার্স তাঁকে রিটেন করার পরেই বদলাল রিঙ্কু সিং-এর জীবন।

সাড়ে তিন কোটি টাকার বাংলো কিনে তাক লাগিয়ে দিলেন কেকেআর ব্যাটার।

রিঙ্কু কেকেআর থেকে পেতেন ৫০ লাখ টাকা। এবার সেটা গিয়ে ঠেকেছে ১৩ কোটি টাকায়।

এক ভিডিওতে দেখা গিয়েছে, তিনি ঘুরে দেখাচ্ছেন তাঁর বাংলো।

আলিগড়ের ওজ়ন সিটিতে গোল্ডেন এস্টেটে একটি লাক্সারি বাংলো কিনেছেন রিঙ্কু।

যেখানে রয়েছে একটি রুফটপ বার, ব্যক্তিগত পুল, ৬টি বেডরুম ও ট্রফি রাখার জন্য বিশেষ জায়গা।

২০২৩ সালের আইপিএলে গুজরাত টাইটান্সের যশ দয়ালকে এক ওভারে পাঁচটা ছক্কা মারা ব্যাটটা আলাদা করে রেখেছেন তিনি।

দেওয়ালে রয়েছে শাহরুখ খান, ধোনি, আইপিএলে বিভিন্ন মুহূর্ত ও এশিয়ান গেমসের পদক পরা ছবি। একটি ব্যক্তিগত লিফটও রয়েছে।