KKR প্লে অফে যাবে? বাকিদেরই বা কী অবস্থা? 

8 May, 2023

IPL 2023 সিজনের রবিবার পর্যন্ত ৫২টি ম্যাচ হয়ে গিয়েছে। গ্রুপ স্টেজের আর ১৮টি ম্যাচ বাকি। প্লে অফের দৌড়ে এখনও সব টিমই রয়েছে।

গুজরাতের পরে চেন্নাই সুপার কিংস, যাদের পয়েন্ট সংখ্যা ১৩। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে গুজরাত টাইটান্সের প্লে অফে পৌঁছনো প্রায় পাকা।

এছাড়া ৪টি দল ১০-১০ পয়েন্ট ও  বাকি ৩টি দলের পয়েন্ট ৮ করে। এর ফলে স্পষ্ট বোঝা যাচ্ছে প্লে অফে রেস রোমাঞ্চকর হতে চলেছে।

গুজরাত টাইটান্স: হার্দিকের দল প্লে অফে প্রায় যাওয়া নিশ্চিত করে ফেলেছে। লখনৌকে ৫৬ রানে হারিয়ে ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে।

চেন্নাই সুপার কিংস: মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে চেন্নাই সুপার কিংস দ্বিতীয় স্থানে রয়েছে। ১ ম্যাচে ১৩ পয়েন্ট। প্লে অফে পৌঁছতে আরও ৩টি ম্যাচ জিততে হবে চেন্নাইকে।

লখনৌ সুপার জায়ান্টস: ১১ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে লখনৌ। আর ৩টি ম্যাচ বাকি। 

রাজস্থান রয়্যালস: প্রথম আইপিএল-এর চ্যাম্পিয়ন দল রাজস্থান রয়্যালসের ১১ ম্যাচে ১০ পয়েন্ট। প্লে অফে যাওয়া মুশকিল। বাকি ৩ ম্যাচ জিততেই হবে।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর: আরসিবি শেষ ম্যাচে দিল্লির কাছে ৭ উইকেটে হেরেছে। ১০ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে। নেট রান রেটও মাইনাসে চলছে।

মুম্বই ইন্ডিয়ান্স: ১০ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে মুম্বই ইন্ডিয়ান্স ষষ্ঠ স্থানে রয়েছে। প্লে অফে পৌঁছতে গেলে বাকি সব ম্যাচ জিততে হবে তাদের। 

পঞ্জাব কিংস: শেষ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হেরে সপ্তম স্থানে রয়েছে পঞ্জাব। ১০ ম্যাচে ১০ পয়েন্ট। বাকি ৪ ম্যাচ জিততেই হবে।

কলকাতা নাইট রাইডার্স: হায়দরাবাদের বিরুদ্ধে শেষ ম্যাচে জিতে প্লে অফের দৌড়ে এখনও টিকে রয়েছে কেকেআর। ১০ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে রয়েছে তারা। প্লে অফে যেতে হলে বাকি সব ম্যাচ জিততেই হবে। একটা ম্যাচ হারলেই প্লে অফের বাইরে।

সানরাইজার্স হায়দরাবাদ: রাজস্থান রয়্যালসকে হারিয়ে প্লে অফের দৌড়ে রয়েছে হায়দরাবাদ। ১০ ম্যাচে ৮ পয়েন্ট। নবম স্থানে রয়েছে। ১৬ পয়েন্ট প্রয়োজন প্লে অফে যাওয়ার জন্য। 

দিল্লি ক্যাপিটালস: হার-জিত মিলিয়ে প্লে অফের দৌড়ে টিকে রয়েছে দিল্লি ক্যাপিটালস। ১০ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে দশম স্থানে। প্লে অফে যাওয়ার সম্ভাবনা জিইয়ে রাখতে বাকি ৪ ম্যাচ জিততেই হবে বড় রান বা উইকেটের ব্যবধানে।