29 May 23
BY- Aajtak Bangla
২৯ মে আইপিএল-এর ফাইনালে মুখোমুখি হবে CSK ও GT
২৮ মে আইপিএল ফাইনাল হওয়ার কথা থাকলেও বৃষ্টির জন্য তা হয়নি। ফলে রিজার্ভ ডেতে ম্যাচ গড়ায়।
গত বছরেই হার্দিকের নেতৃত্বে এই দিনেই ট্রফি জিতেছিল গুজরাত সাত উইকেটে তারা হারায় রাজস্থান রয়্যালসকে।
এই নরেন্দ্র মোদী স্টেডিয়ামেই সেই ম্যাচ জেতে গুজরাত। প্রায় দাঁড়াতেই পারেনি রাজস্থান।
৩ উইকেট নিয়ে আর ৩৪ রান করে সেই ফাইনাল ম্যাচের সেরা হন হার্দিক।
হার্দিকের এটা পঞ্চম ফাইনাল। তবে ফাইনালে রেকর্ড দারুণ হার্দিকের। এখনও অবধি সমস্ত আইপিএল ফাইনাল জিতেছেন তিনি।
রোহিত শর্মার রেকর্ড ছোঁয়ার সুযোগ থাকবে হার্দিক পান্ডিয়ার সামনে। তবে তার জন্য আরও একবার আইপিএল জিততে হবে তাঁকে।
তবে ছয়বার আইপিএল জয়ী রোহিতকে ছুঁতে পারবেন হার্দিক। রোহিত পাঁচবার মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ট্রফি জেতা ছাড়াও ২০০৯ সালে IPLজেতা ডেকান চার্জাস দলে ছিলেন তিনি।
এই ফাইনাল জিততে পারলে রোহিতকে ছুঁয়ে ফেলবেন ধোনিও। দুইজনই অধিনায়ক হিসেবে পাঁচটি IPL জিতে যাবেন।