27 May 23
BY- Aajtak Bangla
চেন্নাই সুপার কিংস বনাম ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সের মধ্যে আইপিএল ২০২৩-এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। এই ফাইনাল ম্যাচের পরই দেওয়া হবে পুরস্কার।
চ্যাম্পিয়ন দল ও রানার্সআপ দল পাবে কোটি কোটি টাকা। এ ছাড়া অনেক পুরস্কার দেওয়া হবে।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩ এখন সমাপ্তির দিকে এগিয়ে যাচ্ছে।
চারবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস (সিএসকে) এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট টাইটানসের (জিটি) মধ্যে ফাইনাল ম্যাচটি রবিবার (২৮ মে) অনুষ্ঠিত হবে।
আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে আইপিএলের ফাইনাল।
এই ফাইনাল ম্যাচের পর পুরস্কারের বৃষ্টি হবে।
যে দল আইপিএল চ্যাম্পিয়ন হবে তারা পাবে ২০ কোটি টাকা। আর ফাইনালে হেরে যাওয়া দল পাবে ১৩ কোটি টাকা।
তৃতীয় স্থানে থাকা মুম্বাই ইন্ডিয়ান্স এবং চতুর্থ স্থানে থাকা লখনউ সুপার জায়ান্টরাও ভালো রকম টাকা পাবে।
এ ছাড়া অন্যান্য পুরস্কারও দেওয়া হবে।