BY- Aajtak Bangla
23 March, 2024
ধোনি দুটি ক্যাচ নেন এবং ইনিংসের শেষ বলে আরসিবি ব্যাটসম্যান অনুজ রাওয়াতকে রান আউট করেন।
অনুজ রাওয়াত দ্রুত ক্রিজে পৌঁছতে চাইলেও ধোনির 'ম্যাজিক থ্রো' থেকে বাঁচতে পারেননি তিনি।
আইপিএল 2024-এ চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্ব করছেন রুতুরাজ গায়কওয়াড়। রুতুরাজ চেন্নাই দলের চতুর্থ অধিনায়ক।
অধিনায়ক হিসেবে রুতুরাজের অভিষেক ছিল চমৎকার। প্রথম ম্যাচে সিএসকে ছয় উইকেটে আরসিবিকে হারিয়েছে।
সিএসকে-র জয়ের নায়ক ছিলেন বাংলাদেশি ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমান, যিনি নেন চার উইকেট।
ফলে দারুণ শুরু করেছে গতবারের চ্যাম্পিয়নরা। ধোনির ঝলক দেখতে পেয়ে দারুণ খুশি ফ্যানরা।
অন্যদিকে বেঙ্গালুরুকে ঘুরে দাঁড়াতে হবে। বিরাট কোহলির কাছে এটাই চ্যাম্পিয়ন হওয়ার সেরা সুযোগ।
শনিবার আইপিএল-এ নামছে কলকাতা নাইট রাইডার্স প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ