BY- Aajtak Bangla
22 March, 2024
শুক্রবার আইপিএল-এর প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে, চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই ম্যাচে ফারাক গড়ে দিতে পারেন বেশ কয়েকজন ক্রিকেটার।
প্রথমেই ধরা যাক, মহেন্দ্র সিং ধোনি। এটাই হয়ত তাঁর শেষ আইপিএল। তবে এয়ার তিনি ক্যাপ্টেন নন। রুতুরাজকে ব্যাটন তুলে দিয়েছেন তিনি।
নিউজিল্যান্ডের তারকা ড্যারেল মিচেল ফর্মে রয়েছেন। গত বছর ভারতের মাটিতে হওয়া ওয়ান ডে বিশ্বকাপ দুর্দান্ত কেটেছিল মিচেলের।
শিবম দুবে গত আইপিএলে চোট থাকায় শুধু ব্যাটিং করেছেন। তবে এ বার ঘরোয়া ক্রিকেটে, এমনকি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও বোলিং করেছেন। অলরাউন্ডার হিসেবে শিবম নজরে থাকবেন।
দীপক চাহার দীর্ঘদিন ক্রিকেটের বাইরে। তবে দীপক আপাতত দাবি করেছেন তিনি ম্যাচ খেলার জন্য পুরোপুরি ফিট। জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপেই রয়েছে তাঁর নজর।
রুতুরাজ গায়কোয়াডের উপর চাপ থাকবে। এশিয়ান গেমসে ভারতকে সোনা জিতিয়েছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ছিলেন। এ বার আইপিএলের মঞ্চে গুরুর সামনে তাঁর পরীক্ষা।
বিরাট কোহলি জানুয়ারিতে শেষ বার ম্যাচ খেলেছেন। আফগানদের বিরুদ্ধে শেষ দুটি ম্যাচ খেললেও বিরাট ইনিংস খেলতে ব্যর্থ। গত বারের আইপিএলে দুর্দান্ত পারফর্ম করেছিলেন বিরাট।
ফাফ ডু’প্লেসি গত বার ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করেন। চেন্নাই তাঁর প্রাক্তন টিম, চিপক তাঁর বেশ চেনা মাঠ। টপ অর্ডারে ডু’প্লেসি এক্স ফ্যাক্টর।
দীনেশ কার্তিকের এটাই শেষ আইপিএল। গত বারের আইপিএলে আরসিবির ব্যাটিং-এ ভরসা দিতে পারেননি কেউই। ডিকের কাঁধে এ বার বড় দায়িত্ব মিডল অর্ডার সামলানোর।
গ্লেন ম্যাক্সওয়েল ভারতে ওডিআই বিশ্বকাপের পারফরম্য়ান্স মুগ্ধ করেছিল সকলকে। গত বারের আইপিএলেও ভাল খেলেছিলেন।
হ্যাজলউডকে ছেড়ে দেওয়ায় পর ভাল মানের বিদেশি পেসার চেয়েছিল আরসিবি। সেখানে জোসেফ আলজারিকে নেওয়ায় প্রবল সমালোচনা হয়। একাদশে সুযোগ পেলে এ বার সমালোচনার জবাব দেবেন।