26 MAY, 2024
BY- Aajtak Bangla
ফাইনালে হেরে কান্না শুরু করে SRH মালকিনের, আনন্দে মাতলেন SRK
১০ বছর পর IPL ট্রফি জিতল কলকাতা, ফাইনালে আট উইকেটে SRH-কে হারানোর পর সেলিব্রেশনে মাতেন শাহরুখ।
কিচুদিন আগেই হাসপাতাল থেকে ছাড়ে পেয়ছেন, মাস্ক পরা থাকলেও গৌরীকে অভিনন্দন জানান ও জড়িয়ে ধরেন।
কেকেআর দলকে উল্লাস করতে পুরো পরিবার নিয়ে স্টেডিয়ামে পৌঁছেছিলেন শাহরুখ।
দলের জয়ের পর মাস্ক খুলে গৌরীকে অভিনন্দন জানান তিনি। সুহানা, আব্রাম এবং আরিয়ান খানকও মেতে ওঠেন উৎসবে।
অন্যদিকে সানরাইজার্সের হারের পর আবেগ নিয়ন্ত্রণ করতে পারেনি কাব্য মারান। কাব্যের চোখে জল এসে যায় তাঁর।
ভাইরাল হচ্ছে কাব্যের আবেগঘন ভিডিও। কাব্য সানরাইজার্স হায়দরাবাদের সিইও।
ফাইনাল ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের পুরো দল ১৮.৩ ওভারে ১১৩ রানে গুটিয়ে যায়।
জবাবে কলকাতা দল ১০.৩ ওভারে ১১৪ রান করে ফেলে।
Related Stories
বায়োপিকে কে অভিনয় করবেন? যা জানালেন এই বিশ্বকাপজয়ী
বিরাটের কত টাকা? শূন্য গুণে শেষ করুন দেখি
৩৫ বলে দুরন্ত সেঞ্চুরি, এক ধাক্কায় ৫ রেকর্ড ১৪ বছরের তরুণের
ডানদিকে ঝাঁপিয়ে IPL-এর সেরা ক্যাচ বাটলারের, দেখুন VIRAL VIDEO