16 April,, 2024
BY- Aajtak Bangla
ফাস্ট বোলারদের ক্ষেত্রে নিজের বলে ক্যাচ ধরা একেবারেই সহজ কথা নয়। ডান হাতি বোলার যদি বাঁ দিকে ঝাঁপিয়ে ক্যাচ ধরেন তা হলে তো কথাই নেই।
মঙ্গলবার ইডেনে সেটাই করে দেখালেন আভেশ খান। রাজস্থান রয়্যালসের ডান হাতি এই ফাস্ট বোলার বাঁ দিকে ঝাঁপিয়ে ক্যাচ ধরেন।
ফিল সল্টকে ১০ রানে আউট করেন রাজস্থান বোলার। লখনউয়ের বিরুদ্ধে সল্টই ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন।
সেদিনও ০ রানে ক্যাচ দিয়ে ফেলেছিলেন সল্ট। তা ধরতে না পারায় লখনউকে সমস্যায় পড়তে হয়।
এদিনের শুরুটাও সেই রকমই ছিল সল্টের। ০ রানের মাথায় ট্রেন্ট বোল্টের বলে রিয়ান পরাগের হাতে ক্যাচ দিলেও বেঁচে জান সল্ট।
তবে রাজস্থানের বিরুদ্ধে বড় রান করতে পারেননি তিনি। ক্যাচ ধরে নিজেই অবাক হয়ে যান আভেশ।
উইকেট নিয়ে সঞ্জু স্যামসনের সঙ্গে মজাও করতে দেখা যায় আভেশকে। ক্যাপ্টেনের থেকে গ্লাভস নিয়ে গত ম্যাচে ক্যাচ মিসের কথা মনে করান তিনি।
সেই ক্যাচের ভিডিও এখন ভাইরাল। নিঃসন্দেহে এটা এবারের আইপিএল-এর ক্যাচগুলোর মধ্যে অন্যতম সেরা।