20 April,, 2024
BY- Aajtak Bangla
IPL চলাকালীন বেশ কিছু মহিলা রাতারাতি বিখ্যাত হয়ে ওঠেন। এর পাশাপাশি সোশ্যাল মিডিয়া সেন্সেশন তৈরি করে।
জেনে নিন রাতারাতি বিখ্যাত হওয়া এই মহিলাদের সম্পর্কে খুঁটিনাটি তথ্য।
এই তালিকায় প্রথমেই রয়েছেন আরতি বেদী। ২০২২ সালে আইপিএলে বিখ্যাত হওয়া আরতি পেশায় একজন অভিনেত্রী।
এরপর রয়েছেন চেন্নাইয়ের ফ্যান শ্রুতি টুলি। ২০২৪ সালের আইপিএলে সদ্য বিখ্যাত হওয়া শ্রুতির ইনস্টাগ্রামের ভক্তসংখ্যা প্রায় লক্ষ্য পাড় করেছে।
২০২০ সালে বিখ্যাত হয়েছিলেন রিয়ানা লালওয়ানি। পঞ্জাব ও মুম্বইয়ের মধ্যে ডাবল সুপার ওভারের সময় বিখ্যাত হন। এরপরই তাঁর ইনস্টাগ্রামে উল্লেখযোগ্যভাবে ফলোয়ার বাড়ে।
পঞ্জাব টিমের অ্যাঙ্কর শশী ধীমানও সোশ্যাল মিডিয়াতে বেশ জনপ্রিয়। পঞ্জাবের প্রতিটি ম্যাচেই শশী ধীমানকে মাঠে দেখা যায়।
এছাড়া মুম্বই টিমের ভক্ত সেজল জয়াসওয়াল সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়।
সেজল পেশায় একজন অভিনেত্রী কিন্তু আগে তিনি একজন ফিজিওথেরাপিষ্ট ছিলেন।
তাছাড়াও ২০২৩ সালে IPL-এ জনপ্রিয় হয়েছিলেন মোহালি সাহিবা। গুজরাত দলকে সমর্থন করা মোহালি একজন শিল্পী ও ফ্যাশন ব্লগার।