14 April,, 2024
BY- Aajtak Bangla
কেকেআর-এর হয়ে এ মরসুমে দারুণ ছন্দে ফিল সল্ট।
ইংল্যান্ডের এই ব্যাটার রবিবারের ম্যাচে দারুণ একটা ক্যাচ ধরে মুগ্ধ করলেন কেকেআর ফ্যানদের।
এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। লখনউ-এর ব্যাটার স্টোয়নিশের উইকেট তুলে নেন তিনি।
বরুণ চক্রবর্তীর বলে স্টোয়নিশ আউট হন সল্টের হাতে ক্যাচ দিয়ে। ব্যাটের ইনসাইড এজে লেগে বল প্যাড ছুঁয়ে যায়।
উইকেটের পেছন থেকে ঝাঁপিয়ে ক্যাচ ধরে নেন নাইট কিপার।
১৬১ রানে শেষ হয়ে যায় লখনউ-এর ইনিংস। স্টার্ক ৩ উইকেট নিলেও, সল্টের ক্যাচ দেখে অবাক কেকেআর ফ্যানরা।
৩২ বলে ৪৫ রানের ইনিংস খেলেন লখনউ-এর নিকোলাস পুরান। ২৭ বলে ৩৯ রান করেন ক্যাপ্টেন রাহুল।
কলকাতা এর আগে কোনওদিন হারাতে পারেনি লখনউকে।