25 MAY, 2024
BY- Aajtak Bangla
জিতলে মালামাল হবে KKR, কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল?
রবিবার চেন্নাইয়ে আইপিএল ফাইনালে মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ। আইপিএল জিতলে প্রচুর টাকা জিতবে চ্যাম্পিয়ন দল।
এবারের আইপিএল-এ মোট পুরস্কার মূল্য ৪৬ কোটি ৫০ লক্ষ টাকা।
২০ কোটি টাকা পাবে চ্যাম্পিয়ন দল। রানার্স দল পাবে ১৩ কোটি টাকা। তৃতীয় দল পাবে সাত কোটি টাকা। আর চতুর্থ দল পাবে ৬ কোটি ৫০ লক্ষ টাকা।
অর্থাৎ আইপিএল জিতলে মালামাল হতে পারে চ্যাম্পিয়ন দল। পাশাপাশি ব্যক্তিগত পুরস্কারও রয়েছে। রয়েছে পার্পল ক্যাপ ও অরেঞ্জ ক্যাপ।
সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলার পান পার্পেল ক্যাপ। ১৫ লক্ষ টাকা পাবেন সেই ক্রিকেটার।
আর অন্যদিকে সবচেয়ে বেশি রান করা ব্যাটার পান অরেঞ্জ ক্যাপ। সেক্ষেত্রেও ১৫ লক্ষ টাকা পাবেন সেই ব্যাটার।
এমার্জিং ক্রিকেটার পাবেন ২০ লক্ষ টাকা। পাশাপাশি মোস্ট ভ্যালুয়েবেল ক্রিকেটার পাবেন ১২ লক্ষ টাকা।
পার্পল ক্যাপের লড়াইয়ে এগিয়ে রয়েছেন পঞ্জাব কিংসের হর্ষল প্যাটেল। ২৪টি উইকেট নিয়েছেন তিনি।
তিন নম্বরে থাকা বরুণ চক্রবর্তী ২০ উইকেট। ফলে ফাইনাল ম্যাচে ৪ উইকেট পেলে হর্ষলকে ছুঁয়ে ফেলবেন তিনি।
Related Stories
একঝাঁক নতুন মুখ, ইংল্যান্ড সফরে ইন্ডিয়া টিমে কারা?
অবসর ঘোষণার পোস্টে ২৬৯ নম্বরের উল্লেখ কোহলির, কী রহস্য লুকিয়ে?
৩৫ বলে দুরন্ত সেঞ্চুরি, এক ধাক্কায় ৫ রেকর্ড ১৪ বছরের তরুণের
ডানদিকে ঝাঁপিয়ে IPL-এর সেরা ক্যাচ বাটলারের, দেখুন VIRAL VIDEO