12 May,, 2024
BY- Aajtak Bangla
রবিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচে মাথা গরম করে ফেললেন বিরাট কোহলি।
ফিল্ডিং করার সময় আম্পায়ারের সঙ্গে তর্ক জুড়ে দেন বিরাট।
প্রাক্তন ক্যাপ্টেন হলেও দিল্লির বিরুদ্ধে ম্যাচে তাঁর উপস্থিতি মনে করাচ্ছিল তাঁর ক্যাপ্টেন থাকার দিনগুলো।
ঘটনাটি ঘটে দিল্লির ইনিংসে দ্বিতীয় ওভারের প্রথম বলে। ওপেনার অভিষেক পোড়েলকে ইয়র্কার করেন মহম্মদ সিরাজ।
মিড অফ থেকে ছুটে এসে আউটের আবেদন করেন বিরাট। আম্পায়ার না দেওয়ায় ফাফ ডু প্লেসিকে DRS নেওয়ার পরামর্শ দেন সিরাজ।
DRS-এ দেখা যায় বল ব্যাটে লেগেছে। কিন্তু তারপরেও থামেননি কিং কোহলি। বিরাটকে শান্ত করতে এগিয়ে আসতে হয় ক্যাপ্টেন ফাফকে।
এর আগেও বিরাট করে শস্তি পেয়েছেন। কোলকাতায় কেকেআর-এর বিরুদ্ধে ম্যাচে আউট হওয়ার পর অসন্তোষ প্রকাশ করেন তিনি।
শাস্তির মুখেও পড়েন তিনি। ফের একবার আম্পায়ারের সঙ্গে তর্ক করতে দেখা গেল তাঁকে।