BY- Aajtak Bangla
2৪ March, 2024
রাজস্থান রয়্যালসের বনাম লখনউ সুপার জায়ান্টস ম্যাচের শুরুতেই বিপত্তি। রবিবার ম্যাচ শুরুর দুটি বলের পরই ১০ মিনিট খেলা বন্ধ রাখতে হয়।
তবে কেন? জানা গিয়েছে, ম্যাচ শুরুতে স্পাইডার ক্যাম-এর তার ছিড়ে যাওয়ায় ম্যাচ বন্ধ রাখতে বাধ্য হন আম্পায়াররা।
লখনউ সুপার জায়ান্টসের পেসার মহসিন খানের প্রথম ওভারেই ঘটনাটি ঘটে। ক্রিজে ছিলেন জস বাটলার।
এই সময়ই স্পাইডার ক্যাম-এর তার ছিঁড়ে গিয়ে মাঠে পড়ে। স্পাই ক্যামও কাজ করা বন্ধ করে দেয়।
আম্পায়ারদের কাছে বিষয়টি জানানোর পর তাঁরা খেলা সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। ১০ মিনিট খেলা বন্ধ রাখতে হয়।
শুরুতে ব্যাট করে ৪ উইকেটে ১৯৩ রান করে রাজস্থান। দারুণ ব্যাট করেন সঞ্জু স্যামসন।
দ্রুত ২ উইকেট হারানোর পর, খেলা ধরে নেন সঞ্জু ও রিয়ান। ৫৯ বলে ৯৩ রানের পার্টনারশিপ করেন তাঁরা।
৫২ বলে ৮২ রানের বিস্ফোরক ইনিংস খেললেন তিনি। যেখানে ছিল ছ'টা ছক্কা ও তিনটি চার।