27 April,, 2024
BY- Aajtak Bangla
সুনীল নারাইন কমলা টুপির লড়াইয়ে প্রবলভাবে ঢুকে পড়লেন।
তবে সবচেয়ে চমৎকার ব্যাপার হল, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীর নাম বিরাট কোহলি।
সারা বিশ্বের কাছে স্পিনার বলে পরিচিত হলেও আইপিএল-এ ওপেনার হিসাবে ব্যাট করতে নেমে নারাইন দারুণ সফল।
IPL-এ এখনও পর্যন্ত ৮ ম্যাচ খেলেছেন নারাইন। করেছেন ৩৫৭ রান। তাঁর স্ট্রাইক রেট ১৮৪.০২। একটি শতরানও করেছেন তিনি।
কলকাতার হয়ে আগেও ওপেন করেছেন নারাইন। কিন্তু এ বারের মতো ধারাবাহিকতা কখনও দেখাতে পারেননি।
ব্যাটে যেমন রান পাচ্ছেন, তেমনই বল হাতে রান দিচ্ছেন না। ফলে কেকেআরের জন্য খুবই কার্যকরী ভূমিকা নিচ্ছেন নারাইন। সেই সঙ্গে চাপে ফেলছেন বিরাটকে।
এ বারের আইপিএলে ৯ ম্যাচে ৪৩০ রান করেছেন বিরাট। তাঁর থেকে ৭৩ রান পিছিয়ে নারাইন।
স্ট্রাইক রেটে অনেকটাই এগিয়ে কেকেআর ওপেনার। রানের তালিকায় তৃতীয় স্থানে রুতুরাজ গায়কোয়াড়।
চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ৮ ম্যাচে ৩৪৯ রান করেছেন। চার নম্বরে রয়েছেন ঋষভ পন্ত।
তিনি ৯ ম্যাচে ৩৪২ রান করেছেন। পঞ্চম স্থানে রয়েছেন সাই সুদর্শন। তিনি ৯ ম্যাচে ৩৩৪ রান করেছেন।