06 April, 2024
BY- Aajtak Bangla
এবারের আইপিএলে নজর কেড়েছেন SRH-এর অভিষেক শর্মা। ২০২৪ সালের আইপিএলে এখনও পর্যন্ত তিনি ৪ টি ম্যাচ মিলিয়ে ১৬১ রান করেছেন।
সাধারণত ওপেনার হিসেবে নামেন অভিষেক। শুক্রবার চেন্নাইয়ের বিরুদ্ধে মাঠে নামেন অভিষেক। নেমেই রীতিমতো ঝড় তুলেছিলেন ।
বোলার মুকেশ চৌধুরির বিরুদ্ধে এক ওভারে ২৭ রান করেন অভিষেক।
এই ওভারটি মূলত ওই ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়।
ওই ম্যাচে 'ম্যান অফ দ্য ম্যাচ' হন অভিষেক। ১২ বলে ৩৭ রানের ইনিংস খেলেন তিনি।
অভিষেককে টিপস দিয়েছিলেন যুবরাজ সিং , পাশাপাশি অভিষেকের কাছের বন্ধু শুভমান গিল।
৫ এপ্রিলের ওই ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ ২৭৭ রান করে। যা আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ রান।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের অনূর্ধ্ব-১৯ দলে ছিলেন অভিষেক। সেই ম্যাচে জেতে ভারতীয় দল।
এদিন 'ম্যান অফ দ্য ম্যাচ' হওয়ার পর নিজের মা মঞ্জু শর্মা ও বোন কোমল শর্মার সঙ্গে ছবিও তোলেন অভিষেক , যা ইতিমধ্যে নেটপাড়ায় ভাইরাল হয়েছে।