30 November 2023
BY- Aajtak Bangla
কিছুদিন পর থেকেই অনুষ্ঠিত হতে চলেছে আইপিএল।
বিশ্বকাপে ১০টি ম্যাচে ৫৭৮ রান করে নিলামের তালিকায়ে রয়েছেন রাচিন রবীন্দ্র। বড় অঙ্কের টাকায় দল পেতে পারেন।
বিশ্বকাপ ফাইনাল ম্যাচের নায়ক ট্রাভিস হেডও পেতে পারেন বড় টাকা।
তালিকায় আবারও থাকছেন মিচেল স্টার্ক। দারুণ ফর্মে রয়েছেন তিনিও।
বিশ্বকাপে মোট ২০টি উইকেট নিয়ে তালিকায় থাকছেন গেরাল্ড কোয়েতজে।
আফগানিস্তানের আজমাতুল্লা ওমরজাইকে নিয়েও নিলামের দর চড়তে পারে বলে ধারণা।
এবছরে কেকেআরের টিমে নেই শার্দূল ঠাকুর। তাঁর দরও উঠতে পারে । বলে মনে করা হচ্ছে।
সবাইকে চমকে আরসিবি ছেড়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা , ভাল দর পেতে পারেন তিনি।
টিম সাউদিকেও ছেড়ে দিয়েছেন কেকেআর। বড় দর পেতে পারেন তিনিও।
এই তালিকায় নাম রয়েছে লকি ফার্গুসনেরও। এই অলরাউন্ডারও বড় অঙ্কের টাকা পেতে পারেন।