BY- Aajtak Bangla
22 March, 2024
৪৩ ছুঁতে চললেও এখনও আইপিএল খেলছেন মহেন্দ্র সিং ধোনি। সিএসকে-র নেতৃত্ব ছেড়ে দিলেও তিনি খুবই গুরুত্বপূর্ণ ক্রিকেটার।
তবে তাঁর ফিটনেসের রহস্য ঠিক কী? সেটাই আজ জানাব আপনাদের।
পেশাদার ক্রিকেটাররা কঠিন ডায়েট মেনে চলেন। কিন্তু ধোনি আলাদা। সিএসকে দলের এক শেফ জানিয়েছেন মাহি ব্রেকফাস্টে বেশিরভাগ দিন কী খাবার খেতে পছন্দ করেন।
তিনি জানান, 'থালা সকালে ডিমের ধোসা খেতে খুবই পথন্দ করেন। বেশির ভাগ দিন কিচেনে গিয়ে নিজে দাঁড়িয়ে থেকে ধোসা কেমনভাবে বানাতে হবে তা বলে দেন।'
অন্যান্য সময়ের খাওয়ারের ক্ষেত্রেও একই কাজ করে থাকেন ধোনি। এমনটাই জানিয়েছেন সেই কর্মী।
২২ মার্চ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ম্যাচ দিয়ে আইপিএল অভিযান শুরু তরবে চেন্নাই সুপার কিংস।
নতুন অধিনায়ক, ঘরের মাঠে মরশুমের প্রথম ম্যাচ দিয়ে আইপিএল অভিযান শুরু করতে মরিয়া ৫ বারের আইপিএল চ্যাম্পিয়নরা।
তার আগে উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন অক্ষয় কুমার ও টাইগার শ্রফ।
গান গাইবেন এ আর রহমান, সোনু নিগম, মোহিত চোহান।