20 MARCH, 2025

BY- Aajtak Bangla

KKR-এর হয়ে সবচেয়ে বেশি উইকেট পেয়েছেন কে? রইল উত্তর

২০২৫-এর আইপিএল ১৮ বছরে পড়ছে। ১৭ বছরের ইতিহাসে কেকেআর-এর হয়ে বেশ কয়েকজন বোলার ভাল পারফর্ম করেছেন।

শনিবার থেকে IPL

পাকিস্তানের উমর গুল, ইশান্ত শর্মা, শেন বন্ড, মুরলি কার্তিক, অশোক দিন্দাদের পর এখন সুনীল নারিন, আন্দ্রে রাসেল, ২০২৪ সালে বরুণ চক্রবর্তীরা IPL কাঁপাচ্ছেন।

বোলারদের দাপট

সব মিলিয়ে কেকেআর-এর সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলার কে?

সবচেয়ে বেশি উইকেট

১৭৭ ম্যাচে ১৮০ উইকেট নেওয়া সুনীল নারিন সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলার।

সুনীল নারিন

১২০ ম্যাচে ১১৪ উইকেট নেওয়া আন্দ্রে রাসেল আছেন দুই নম্বরে।

আন্দ্রে রাসেল

তিন নম্বরে বরুণ চক্রবর্তী। তিনি ৭০ ম্যাচে নিয়েছেন ৮২ উইকেট।

বরুণ চক্রবর্তী

তালিকায় আছেন পিযুশ চাওলা। ৭০ ম্যাচে ৬৬ উইকেট পেয়েছেন তিনি।

পিযুশ চাওলা

৬৭ ম্যাচে ৬৫ উইকেট নিয়ে পাঁচ নম্বরে উমেশ যাদব।

উমেশ যাদব