28 MARCH, 2025

BY- Aajtak Bangla

০.৯ সেকেন্ড! আলোর গতিতে স্ট্যাম্পিং ধোনির, VIDEO

চেন্নাই সুপার কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্য়াচ ইতিমধ্যে জমে উঠেছে। গত ১৭ বছর চেন্নাইকে ঘরের মাঠে হারাতে পারেনি আরসিবি।

CSK vs RCB

কিন্তু, বেঙ্গালুরুর জয়ের সামনে যে পথের কাঁটা সেই মহেন্দ্র সিং ধোনি, সেটা আরও একবার প্রমাণিত হয়ে গেল।

ধোনি ম্যাজিক

এমনকি সত্যঅন্তত যেভাবে তিনি ফিল সল্টকে স্টাম্প আউট করলেন, তা কোনও সাধারণ মানুষ করতে পারে কি না, প্রশ্ন উঠতে শুরু করেছে।জিৎ রায়ের পথের পাঁচালির দৃশ্যও দেখা গিয়েছে গিবলি স্টাইলে।

আউট সল্ট

কে বলবে এই লোকটা ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন? যেন মনে হচ্ছে কোনও তরুণ ক্রিকেটার সবেমাত্র দলে সুযোগ পেয়েছে।

২০২০ সালে অবসর

আর সে নিজেকে প্রমাণ করার জন্য মরিয়া হয়ে রয়েছে। আরসিবি ইনিংসের পঞ্চম ওভারে বল করতে এসেছিলেন নূর আহমেদ।

নূর আহমেদের উইকেট

গত ম্য়াচে তিনি সেরার পুরস্কার পেয়েছিলেন। ওভারের শেষ বলে ধোনি যেভাবে আউট করলেন, তা দেখে কেউই নিজের চোখকে কার্যত বিশ্বাস করতে পারছিলেন না।

ভাল ছন্দে নূর

কী অসাধারণ ক্ষিপ্রতা। এই বয়সেও যে ধোনি যে স্টাম্পিং করতে পারেন, তা কোনও সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। একেবারে বিদ্যুৎগতিতে ধোনির গ্লাভস ভাঙল ফিল সল্টের উইকেট।

আলোর গতির থেকেও বোধহয় দ্রুত ফেরত পাঠালেন আরসিবি ওপেনারকে।

রিপ্লেতে দেখা গেল, নূর আহমেদের বলে কভার ড্রাইভ করতে গিয়েছিলেন সল্ট। তাঁর পিছনের পা সমান্য হাওয়ায় ভেসে ছিল। আর সেখানেই বাজিমাত করলেন ধোনি।

ইতিমধ্যে ধোনির এই ক্ষিপ্রতা দেখে ক্রিকেট বিশ্ব অবাক বিস্ময়ে তাকিয়ে রয়েছে। ১৬ বলে ৩২ রান করে ফিরলেন সল্ট। ৫ ওভার শেষে RCB-র স্কোর ৪৫-১।