29 April,, 2024
BY- Aajtak Bangla
দীর্ঘ ১৭ বছরের মধ্যে এই প্রথম এমন অবাক করা ঘটনার সাক্ষী হল ইডেন গার্ডেন।
প্লে অফের লড়াইতে টিকে থাকতে হলে সোমবারের এই ম্যাচকে জিততেই হবে কেকেআর টিমকে।
যদিও আগের ম্যাচের ফলাফল রীতিমত হতাশ করেছে নাইট ফ্যানেদের। ২৬১ রান টার্গেট দিয়েও শেষমেশ হারতে হয়।
সেদিন মাঠে ছিলেন শাহ্রুখ খান। কিন্তু কেকেআর হেরে যাওয়ার পর মাঠ থেকে বেরিয়ে যান তিনি।
রোজ খেলার শেষ হওয়ার পরেও কিং খানকে মাঠে কিছুক্ষণ দেখা গেলেও সেদিন আর মাঠে দেখা যায় নি SRK-কে।
বর্তমানে পয়েন্ট টেবিলের দুই নম্বরে KKR। প্লে অফের লড়াইতে থাকতে সোমবার ঘরের মাঠে দিল্লির বিরুদ্ধে খেলতে নামবে KKR।
তার আগেই প্রাকটিস চলছিল মাঠে। সেই সময় নিজের ছেলে আব্রামকে নিয়ে মাঠে এসে হাজির হন শাহরুখ খান।
শুধুমাত্র তাই নয় নিজের ছেলে আব্রাম এর সঙ্গে কিছুক্ষণ ক্রিকেট ও খেলেন বলিউড বাদশা।
এদিন সাদা টি-শার্ট পরা ব্যাট হাতে ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। খেলাধূলা করার পাশাপাশি সুনীল নারিনের সঙ্গে কিছু সময় গল্প করেন বাদশা।