6 September, 2023
BY- Aajtak Bangla
শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার সচিত্রা সেনানায়েকেকে ম্যাচ ফিক্সিং-এর অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আইপিএল-এও খেলেছেন।
কলম্বোতে আত্মসমর্পণ করেন শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার। দুর্নীতি দমন শাখার কাছে আত্মসমর্পণ করেন তিনি।
তিন সপ্তাহ আগে তাঁর বিদেশে যাওয়ার ব্যাপারে নিশেধাজ্ঞা জারি করেছিল আদালত।
আইপিএল-এ খেললেও লঙ্কান প্রিমিয়ার লিগে ম্যাচ ফিক্সিং করেছিলেন তিনি। ২০২০ সালে তাঁর বিরুদ্ধে ওঠে এই অভিযোগ।
দুই ক্রিকেটারকে স্পট ফিক্সিং-এ উৎসাহিত করার দায়ে অভিযুক্ত হন শ্রীলঙ্কার প্রাক্তন ক্যাপ্টেন।
সচিত্র সেনানায়কে শ্রীলঙ্কার ১টি টেস্ট খেলার পাশাপাশি ৪৯টি একদিনের ম্যাচ ও টি২০ ক্রিকেট খেলেছেন।
একদিনের ক্রিকেটে ২৫ টি উইকেট। ওয়ান ডে ক্রিকেটে ৫৩টি উইকেট নিয়েছেন সেনানায়কে।
২০১৩ সালে আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্স দলেও খেলেছেন সেনানায়কে।
আট ম্যাচে নয় উইকেট নিয়েছেন তিনি।