BY- Aajtak Bangla

নেই বেঙ্কটেশ-হর্ষিতরা, পুজো দিয়ে প্র্যাকটিস শুরু KKR-এর

13 MARCH, 2025

অনুশীলন শুরু করার আগে উইকেটে পুজো দিয়ে মাঠে নামল কলকাতা নাইট রাইডার্স।

অনুশীলন শুরু করল কেকেআর

ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর থেকেই টিকিটের চাহিদা আরও বেড়ে গিয়েছে। কেকেআর-এর ক্ষেত্রে এই প্রত্যাশা আরও বেশি।

চ্যাম্পিয়ন্স ট্রফির পর বেড়েছে উন্মাদনা

কারণ তারা গত মরসুমে আইপিএল জিতেছে। ২২ মার্চ থেকে শুরু হচ্ছে এবারের আইপিএল। প্রথম ম্যাচেই নামবে কলকাতা।

গত মরসুমে IPL জিতেছে KKR

বুধবার থেকে শুরু হল কলকাতা নাইট রাইডার্সের চূড়ান্ত অনুশীলন পর্ব। তার আগে উইকেট পুজো করলেন অধিনায়ক রাহানে।

পুজো করেন রাহানে

সঙ্গী কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। গত বছরেও এই পুজো অনুষ্ঠিত হয়েছিল। সেবার পুজো করেছিলেন রিঙ্কু সিং। সেবার কেকেআর জিতেছিল।

গতবার পুজো করেছিলেন রিঙ্কু

এখনও পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দলের বরুণ চক্রবর্তী এবং হর্ষিত রানা দলে যোগ দেননি।

যোগ দেননি বরুণ-হর্ষিত

চোট পুরোপুরি সারেনি বলে যোগ দেননি উমরান মালিকও।

যোগ দেননি উমরানও

তবে ইতিমধ্যেই কোচ, অধিনায়ক ছাড়াও শহরে চলে এসেছেন কুইন্টন ডি’কক, এনরিখ নোখিয়ে, মণীশ পাণ্ডের মতো ক্রিকেটারেরা।

শহরে এসে গিয়েছেন তারকারা