2 AUGUST, 2023
BY- Aajtak Bangla
ফুটবল টুর্নামেন্ট কোপা লিবার্তাদোরেসের একটি ম্যাচ চলাকালীন ভয়ানকভাবে আহত হলেন এক তারকা ফুটবলার।
হঠাৎ ২৯ বছর বয়সী আর্জেন্টাইন ফুটবলার লুসিয়ানো সানচেজের বাঁ পা ভেঙে যায়।
সানচেজের চোট এতটাই গুরুতর যে তাঁর সেরে উঠতে এক বছরেরও বেশি সময় লাগতে পারে।
ডিফেন্ডার লুসিয়ানো সানচেজের এই ভয়াবহ ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
ম্যাচের ৫৬ মিনিটে এই ঘটনাটি ঘটে।
সেই সময়ে প্রতিপক্ষ দলের খেলোয়াড় মার্সেলো লিওনিওর কাছে বল ছিল। সানচেজ বল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন। মার্সেলো এড়িয়ে যাচ্ছিলেন। এমন সময়ে সানচেজের পা সম্পূর্ণ উল্টোদিকে ভাঁজ হয়ে যায়।
ভুল করে মার্সেলো পা বসিয়ে দেন সানচেজের বাঁকানো পায়ের ওপর। এরপর ব্যথায় সানচেজ পড়ে যান।
সানচেজকে স্ট্রেচারে করে বের করে নিয়ে যাওয়া হয়। মার্সেলোও অনুশোচনায় কাঁদতে শুরু করেন। লাল কার্ডও পান তিনি।
মার্সেলো টুইট করে বলেন, 'আমি মাঠে খুবই কঠিন একটি মুহূর্তে সাক্ষী হলাম। ভুল করে সহকর্মী ফুটবলারকে আহত করে ফেলেছি।'