04 MARCH, 2025

BY- Aajtak Bangla

  বল লাগল উইকেটে, তবুও নট আউট ; এভাবেই বাঁচলেন স্মিথ

দুবাইয়ে ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেলতে নেমেছে।

স্ট্যাম্পে লাগলেও বেল পড়ল না। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের সেমিফাইনাল ম্যাচে দেখা গেল এই দৃশ্য।

অক্ষর প্যাটেলের বলে ঘটে এই ঘটনা। ১৪তম ওভারের শেষ বলে। বেঁচে যান স্টিভ স্মিথ।

স্মিথ ড্রাইভ করলে, বল প্যাডের ভেতরের দিক দিয়ে অফ স্টাম্পের একেবারে নিচের দিকে লাগে।

বলটা বুঝতেই পারেননি অজি ক্যাপ্টেন। ট্রাভিস হেড ও স্টিভ স্মিথ ভাল শুরু করলেও, হেড আউট হন ৩৯ রান করে।

এরপর লাবুশেনের সঙ্গে জুটি গড়ে বড় রান করতে চাইছে অস্ট্রেলিয়া।

সেমিফাইনালে ফের টসে হেরেছে ভারত। শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন স্মিথ।

দুবাইয়ের পিচের কথা মাথায় রেখে স্পিন শক্তি বাড়িয়েছে অস্ট্রেলিয়াও।

ভারতীয় দল যদিও তাদের দল বদল করেনি।