বল হাতে উইকেট তুলে নিয়েছিলেন; জানুন ধোনির কেরিয়ারের অজানা গল্প
আজ মহেন্দ্র সিং ধোনির ৪৩ তম জন্মদিন। শনিবার মধ্যরাতেই কেক কেটেছেন মাহি। ছিলেন স্ত্রী সাক্ষীও।
ধোনির দুর্দান্ত ক্রিকেট কেরিয়ারের অনেকটাই ভক্তদের জানা। আজ বলব কিছু অজানা তথ্য। যা শুনলে চমকে উঠতে হয়।
মহেন্দ্র সিং ধোনি বাংলাদেশের বিরুদ্ধে অভিষেক করেন ২০০৪ সালে। প্রথম ম্যাচেই ০ রানেই ফিরতে হয়েছিল তাঁকে।
ধোনি দেশের জার্সিতে প্রথম ও শেষ ম্যাচে রান আউট হয়েছিলেন। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের সেমি ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে রান আউট হন তিনি।
তাঁর কেরিয়ারের প্রথম টি টোয়েন্টি ম্যাচেও ০ রানে আউট হয়েছিলেন ধোনি। তাঁকে বোল্ড করেছিলেন দক্ষিণ আফ্রিকান পেসার চার্লস লেঙ্গারভেল্ট।
উইকেটকিপার হিসেবে ধোনিকে চিনলেও, বোলার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে উইকেট আছে মাহির। ২০০৯ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওয়েস্ট ইন্ডিজের ট্রাভিস ডোলিনকে আউট করেন তিনি।
দুই ফরম্যাটেই ধোনির শেষ ম্যাচে হেরে গিয়েছে ভারতীয় দল। দেশের জার্সিতে ধোনির শেষ টি টোয়েন্টি ম্যাচ ছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। ৭ উইকেটে হারে টিম ইন্ডিয়া।
দেশের জার্সিতে ধোনির শেষ ওয়ানডে, ২০১৯ বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধেও হারে ভারত। তবে ধোনির শেষ টেস্টে ভারত ড্র করে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।
ধোনি উইকেটের পিছনে মোট ৬৩৪টি ক্যাচ ও ১৯৫ বার স্ট্যাম্প আউট করেন। সব মিলিয়ে ৫৩৮টি আন্তর্জাতিক ম্যাচ খেলা উইকেটকিপার ধোনির মোট শিকার ৮২৯টি।