30 November 2023

BY- Aajtak Bangla

বন্ড কালেকশনের মার্সিডিজ কিনলেন ধোনি, নজর কাড়ল নম্বর প্লেট

মহেন্দ্র সিং ধোনির গাড়ির শখের কথা কারো অজানা নয়। তাঁর বিশাল গাড়ির কালেকশন মুগ্ধ করেছিল প্রাক্তন পেসার ভেঙ্কটেশ প্রসাদকে।

তাঁর নতুন গাড়ি কেনার ব্যাপারটাও বিরল নয়। তা হলে মাহির নতুন গাড়ি নিয়ে শোরগোল কেন? 

আসলে ধোনি যে গাড়ি কিনেছেন তা নিয়ে মানুষের আগ্রহ যেমন রয়েছে তেমন ভাবেই চমকে দিয়েছে তাঁর গাড়ির নম্বর। 

তিনি গাড়ি কিনে রাস্তায় বেরোলে স্বাভাবিক ভাবেই সেই গাড়ির ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। 

নতুন কেনা এই বিলাসবহুল গাড়ির নম্বর প্লেটে দেখা গেল লেখা রয়েছে ‘জেএইচ ০১ এফ বি ০০০৭’।

৭ ধোনির প্রিয় নম্বর। সেই জন্য ৭ নম্বর জার্সি পরেই খেলতে নামেন তিনি। মার্সিডিজ জি ক্লাস কিনেছেন ধোনি।

গাড়িটির দাম প্রায় সাড়ে ৩ কোটি টাকা। মাহির গাড়ি চালানোর ভিডিও পোস্ট করেছেন, তাঁর টেনিস খেলার সঙ্গী সুমিত কুমার বাজাজ।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অনেক আগেই অবসর নিয়ে নিয়েছেন ধোনি। শুধুই IPL-এ CSK-র হয়ে খেলেন ভারতের প্রাক্তন অধিনায়ক।

টিম ইন্ডিয়াকে বিশ্বকাপ জেতানো ক্যাপ্টেন আজও তাঁর ভক্তদের মধ্যে দারুণ জনপ্রিয়।