22 JUNE, 2023

BY- Aajtak Bangla

প্রচণ্ড যন্ত্রণা নিয়েই দলকে চ্যাম্পিয়ন করেন ধোনি, এবার কি অবসর? যা বললেন CSK সিইও

কখনও আইস প্যাক বা কখনও ভারী স্ট্র্যাপ এই নিয়েই চেন্নাই সুপার কিংসকে এবারের আইপিএল করেছেন মহেন্দ্র সিং ধোনি

চোট নিয়েই আইপিএল খেলে গিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। কিন্তু তাঁর ব্যথা কাউকে বুঝতে দেননি তিনি।

চেন্নাই সুপার কিংসকে চ্যাম্পিয়ন করার পরই মুম্বইতে ছুটতে হয়েছিল ধোনিকে। সেখানে তাঁর পায়ের অস্ত্রোপচারও করা হয়।চেন্নাই সুপার কিংসকে চ্যাম্পিয়ন করার পরই মুম্বইতে ছুটতে হয়েছিল ধোনিকে। সেখানে তাঁর পায়ের অস্ত্রোপচারও করা হয়।

বর্তমানে অনেকটাই সুস্থ রয়েছেন ক্যাপ্টেন কুল। রাঁচিতে রিহ্যাব শুরু করেছেন তিনি।

সিএসকে সিইও কাশি বিশ্বনাথন জানিয়েছেন, ধোনির চোট নিয়ে কোনও রকম চিন্তার কারণ নেই।

যদিও পরের বছর ধোনি খেলবেন কিনা তা জানাতে পারেননি কাশি বিশ্বনাথন।

তিনি বলেন, ‘পরের বছর ধোনি খেলবে কিনা তা এখনই বলা সম্ভব নয় আমার পক্ষে।‘

২০০৮ সাল থেকেই চেন্নাই দলের সঙ্গে রয়েছেন মাহি। মাঝে দুই বছর চেন্নাই ব্যান থাকায় খেলতে পারেননি তিনি।

আগামী বছর জানুয়ারি অথবা ফেব্রুয়ারি থেকে মাঠে নামবেন মহেন্দ্র সিং ধোনি।