26 JUNE, 2023
BY- Aajtak Bangla
প্লেনে ক্যান্ডি ক্রাশে মত্ত ধোনি, ছবি VIRAL
মহেন্দ্র সিং ধোনি আজও ভারতীয় ক্রিকেটে একটা বড় নাম। তিনি যাই করেন তাই ভাইরাল হয়ে যায়।
আর এবারেও তার ব্যাতিক্রম হল না। একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যাতে দেখা যাচ্ছে ধোনি ফ্লাইটের মধ্যে গেম খেলছেন।
এক সাক্ষাৎকারে সাক্ষী মালিক জানিয়েছিলেন ধোনি সবসময়ই পাবজি খেলায় মত্ত থাকেন। তবে এবার এই ভিডিওতে দেখা গেল অন্য চিত্র।
ভিডিওতে দেখা যায়, বিমানসেবিকা ধোনির জন্য বিভিন্ন ধরনের ক্যাডবেরি ও চকোলেট নিয়ে এসেছেন।
ধোনির কাছে আসতেই দেখা যায়, তিনি পাবজি নয়, ক্যান্ডি ক্রাস খেলছেন। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।
ধোনির নেতৃত্বে এই মরশুমে চেন্নাই সুপার কিংস গুজরাত টাইটান্সকে হারিয়ে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে।
এই জয়ের ফলে পঞ্চমবার চেন্নাইকে আইপিএল সেরা করার রেকর্ড গড়ে ফেলেছেন মাহি।
এবারের আইপিএল-এ ধোনি, ১৬ ম্যাচে ১০৪ রান করেছেন। পাশাপাশি নিয়েছেন সাতটি ক্যাচ। উইকেটের পেছনে দাঁড়িয়ে করেছেন ৩টি স্ট্যাম্প।
আইপিএল শেষ হওয়ার পরেই ধোনিকে হাঁটুর অস্ত্রোপচার করাতে হয়। তবে এখন যদিও তিনি কিছুটা সুস্থ রয়েছেন।
Related Stories
এই পরিচালকের সঙ্গে ডেট টিম ইন্ডিয়ার তারকার, নিজেই জানালেন সম্পর্কের কথা
সৌরভের বাড়িতে ডিনার সারার, কী কী খেলেন?
অবসর ঘোষণার পোস্টে ২৬৯ নম্বরের উল্লেখ কোহলির, কী রহস্য লুকিয়ে?
ডানদিকে ঝাঁপিয়ে IPL-এর সেরা ক্যাচ বাটলারের, দেখুন VIRAL VIDEO