29 July 2024
BY- Aajtak Bangla
প্যারিস অলিম্পিক্স থেকে ভারতকে প্রথম পদক দিলেন তিনি।
মাত্র ০.১ পয়েন্টের জন্য রুপোর পদক হাতছাড়া হল তাঁর।
ভারতের প্রথম মহিলা শুটার হিসাবে অলিম্পিক্স পদক পেলেন মনু।
হরিয়ানার শুটারের কাছে প্রথম থেকেই পদকের আশা ছিল।
শনিবার কোয়ালিফিকেশন রাউন্ডে তৃতীয় হয়ে ফাইনালে উঠেছিলেন মনু।
ফাইনালেও শেষ করলেন তৃতীয় স্থানে থেকেই।
প্রথম স্টেজের পরই সোনা জয়ের দৌড় থেকে কিছুটা পিছিয়ে যান মনু।
তা-ও শেষ পর্যন্ত স্নায়ুর চাপ সামলে দ্বিতীয় স্টেজে ভাল পারফর্ম করে দেশকে পদক দিলেন হরিয়ানার ২২ বছরের শুটার।
তাঁর সাফল্যে উচ্ছ্বসিত গোটা ভারত।
তাঁকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।