23 JUNE, 2023
BY- Aajtak Bangla
২৪টা ছক্কা, ৫০০-র ওপর রান, কাউন্টি ক্রিকেটে রেকর্ড
IPL শেষ হওয়ার পর শুরু হয়েছে ইংল্যান্ডের টি২০ ব্লাস্ট। আর এর মাঝেই ঘটে এই ঘটনা।
সারে ও মিডলসেক্সের ম্যাচে রানের ফুলঝুরি দেখা গেল।
টসে হেরে শুরুতে ব্যাট করতে নামে সারে। সাত উইকেটে ২৫২ রান করে তারা। জ্যাকস ৯৬ ও ইভান্স ৮৬ রান করেন।
জবাবে চার বল স্টেফান সিনজি ৭৩, ম্যাক্স হোল্ডেন ৬৮ রান করে দলকে জিতিয়ে দেন।
টি-২০ ফরম্যাটের ইতিহাসে দ্বিতীয় সর্বাধিক রান তাড়া করে জয়ের রেকর্ড গড়া হয়েছে এদিনের ম্যাচে।
টি-২০ ব্লাস্টে এই প্রথম কোনও টিম আড়াইশোর বেশি রান তাড়া করে জিতেছে।
দুই দলের মোট রান ওঠে ৫০৬। ২৪টি ছক্কা মারেন দুই দলের ব্যাটাররা।
সবথেকে বেশি রান করার নিরিখে প্রথম দক্ষিণ আফ্রিকা। দুই নম্বরে চলে এল এই ম্যাচ
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২৫৯ রান তাড়া করে জেতেন কুইন্টন ডি ককরা।
Related Stories
আইপিএলের নতুন রেকর্ড রাজা বিরাট কোহলি, টপকে গেলেন ওয়ার্নারকে!
টি-টোয়েন্টিতে বিরল কীর্তি বিরাটের, বাবর-গেইলকে খুঁজে পাওয়া যাচ্ছে না
সেঞ্চুরি করে চিরকূট সেলিব্রেশন অভিষেকের, কী লেখা ছিল?
ধোনির সঙ্গে থাকা এই খুদে আজ IPL দলের ক্যাপ্টেন, কে বলুন তো?