20 September, 2023
BY- Aajtak Bangla
আদালতে স্বস্তি পেলেন ভারতীয় দলের তারকা পেসার মহম্মদ শামি। বধূ নির্যাতন মামলায় স্বস্তি পেলেন শামি।
আলিপুর আদালত এক মাসের মধ্যে শামি ও তাঁর দাদা হাসিব আমেদকে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল।
আদালতে হাজির হন শামি। শামি ছাড়াও তাঁর দাদা শামা পারভিন, অঞ্জুমান আরা ও সাবিনা অঞ্জুমের বিরুদ্ধে মোট ৭ ধারায় মামলা করা হয়।
যার মধ্যে ছিল ৪৯৮ এ, ৩২৩, ৩০৭, ৩৭৬, ৫০৬, ৩২৮ ও ৩৪। পরে পুলিশ জানায় শামি ও তাঁর দাদা বাদে বাকিদের বিরুদ্ধে প্রমাণ পাওয়া যায়নি।
যদিও এখনও ছাড় পাননি তারকা বোলার ও তাঁর দাদা। তাঁদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।
হাসিন জাহান অনেকদিন আগেই শামির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। ভারতীয় দলের হয়ে খেলতে হওয়ায় প্রতিনিয়ত বিদেশ সফরে যেতে হয় এই ক্রিকেটারকে।
সেই জন্যই শামি আদালতে কাছে বাড়তি সময় চেয়ে নেন। শামির সেই আবেদনকে মাথায় রেখে তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়নি।
তবে ৩০ দিনের মধ্যে তাঁকে আদালতে হাজির হতে বলা হয়েছিল। সেইমতোই মঙ্গলবার আদালতে পৌঁছে যান তিনি।
ভারতের মাটিতে কিছু দিনের মধ্যেই ৫০ ওভারের বিশ্বকাপ শুরু হতে চলেছে। আসর বসতে চলেছে। সেই দলেও আছেন শামি।