02 November, 2023
BY- Aajtak Bangla
বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে মুম্বইতে খেলতে নামছে ভারতীয় দল। সেই ম্যাচে পাঁচ উইকেট তুলে নিতে পারলে রেকর্ড গড়ে ফেলবেন শামি।
এবারের বিশ্বকাপে প্রথম চার ম্যাচে খেলার সুযোগ পাননি শামি। ফিরে এসেই প্রথম ম্যাচে ৫ ও দ্বিতীয় ম্যাচে ৪ উইকেট তুলে নেন।
দুই ম্যাচে মোট ৯ উইকেট নিয়ে দারুণ ছন্দে বাংলার পেসার। দুই ম্যাচে শামি খরচ করেছেন মাত্র ৭৬ রান।
এটা মহম্মদ শামির তৃতীয় বিশ্বকাপ। ২০১৫, ২০১৯ সালের বিশ্বকাপের পর ২০২৩ বিশ্বকাপের দলেও সুযোগ পেয়েছেন এই জোরে বোলার।
তিন বিশ্বকাপ মিলিয়ে মোট ১৩ টি ম্যাচ খেলেছেন শামি। নিয়েছেন ৪০টি উইকেট।
বিশ্বকাপে ভারতের হয়ে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড রয়েছে জভগল শ্রীনাথ ও জাহির খানের। তাঁরা মোট ৪৪টি উইকেট নিয়েছেন।
শামি এবারের বিশ্বকাপে আর পাঁচটি উইকেট পেলে তাদের টপকে যাবেন। এবার দেখার কোন ম্যাচে শামি এই রেকর্ড গড়েন।
সেক্ষত্রে তিনিই হবেন বিশ্বকাপে ভারতের হয়ে সবচেয়ে বেশি উইকেট পাওয়া বোলার।