21 May, 2023
BY- Aajtak Bangla
মোহনবাগানকে সম্মান জানাতে সবুজ-মেরুন জার্সি পরে ইডেনে নেমেছিল LSG
শনিবারের ম্যাচে অভিযোগ উঠল, LSG সবুজ-মেরুন জার্সি পরে খেলতে নামলেও, মোহনবাগান সমর্থকরা কেন সেই জার্সি পরে খেলা দেখতে যেতে পারবেন না?
এ নিয়েও প্রশ্ন তুলেছেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত। বিবৃতি দিয়েছে মোহনবাগান। ‘KKR মোহনবাগান সমর্থকদের স্বাধীনতায় হস্তক্ষেপ করেছেন।‘
নিজের অভিজ্ঞতার কথা তুলে দেবাশিস দত্ত আরও জানান, ‘১৯৯০ সাল থেকে বিশ্বকাপ সহ, বিশ্বের বিভিন্ন প্রান্তে মোহনবাগানের জার্সি পরে খেলা দেখতে গিয়েছি। কোথাও কোনও বাধার মুখে পড়তে হয়নি।'
এরপর তিনি আরও বলেন, 'কেকেআর ম্যানেজমেন্ট যা করেছে, তা জাতীয় ক্লাবের সম্মানহানির সমান। এবং এতে সাধারণ মোহনবাগান সমর্থকদের ভাবাবেগে আঘাত লেগেছে।‘
যদিও সবুজ-মেরুন জামা পরে গেলেই যে ঢুকতে বাধার মুখে পড়তে হয়েছে তেমনটা নয়, যে সবুজ-মেরুন জার্সিতে মোহনবাগানের লোগো ছিল, সেগুলি পরে মাঠে ঢুকতে দেওয়া হয়নি।
একটি ফ্যান ক্লাব ম্যাচ শুরুর আগে সঞ্জীব গোয়েঙ্কাকে ধন্যবাদ জানিয়ে রীতিমতো মিছিল করে ইডেনে ঢোকার চেষ্টা করেন।
কিন্তু মাঠে প্রবেশ করার সময় তাঁদের বাধা দেওয়া হয় বলেই অভিযোগ। বলা হয়, মোহনবাগানের লোগো পরে গ্যালারিতে যাওয়া নিষিদ্ধ।
সমর্থকদের অভিযোগ, পুলিশ নয়, কেকেআর কর্তৃপক্ষই এই নিয়ম চালু করেছে। যার ফলে পতাকা, স্কার্ফ বাইরে রেখেই অনেক সমর্থককে মাঠে ঢুকতে হয়েছে।