28 JUNE, 2023

BY- Aajtak Bangla

মোহনবাগানে রেকর্ড টাকায় কামিন্স, কত?

৩ বছরের চুক্তিতে মোহনবাগানে সই করলেন বিশ্বকাপে খেলা জেসন কামিন্স। প্রচুর টাকা দিয়ে তাঁকে সই করাল সবুজ-মেরুন।

জেসন কামিন্সের বাজারদর ৯.৬ কোটি টাকা। ওয়েস্ট কোস্ট মেরিনার্সের এই ফুটবলার সই করায় আক্রমণে ঝাঁজ বাড়বে মোহনবাগানের।

এবারের বিশ্বকাপে লিওনেল মেসিদের বিরুদ্ধেও খেলেছিলেন কামিন্স। ক্লাব ফুটবলে দারুণ খেলেছেন অজি তারকা।

গত মরশুমে, ৪৯টি ম্যাচে ৩০ গোল পেয়েছেন তিনি। জাতীয় দলের জার্সি গায়েও একটি গোল রয়েছে তাঁর।

শুধু তাই নয়, স্কটিশ কাপে পরপর তিনটি মরশুমে ২০টিরও বেশি গোল করে সর্বোচ্চ গোলদাতা হওয়ার রেকর্ড রয়েছে জেসন কামিন্সের ঝুলিতে।

ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব নটিংহ্যাম ফরেস্ট, রেঞ্জার্স এবং লুটন টাউনের মতো ক্লাবেও খেলেছেন তিনি।

স্কটল্যান্ডের হয়ে ২টি ম্যাচ খেলার পর, সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়াতে গিয়ে খেলার। সেন্ট্রাল কোস্ট মেরিনার্সের হয়ে কয়েকটি ম্যাচে মাঠে নামার পরই, তিনি অস্ত্রেলিয়ার জাতীয় দলে ডাক পান।

বিশ্বফুটবলের ইতিহাসে, এইরকম ঘটনা খুব কমই ঘটেছে। নিজের পেশাদারি ফুটবল জীবনে, কামিন্স করেছেন ১৫০টিরও বেশি গোল।

দিমিত্রি পেত্রতোস, আর্মান্দো সাদিকু এবং জেসন কামিন্স, এই ত্রিফলাই আসন্ন মরশুমে সবুজ মেরুনের অন্যতম বড় অস্ত্র হতে চলেছে।

আসন্ন এএফসি কাপে জুয়ান ফেরান্দোর দলের অন্যতম বড় ভরসা।