24 JULY, 2023

BY- Aajtak Bangla

মিশন AFC কাপ, মাঠে নেমে পড়ল মোহনবাগান

মিশন AFC কাপ, মাঠে নেমে পড়ল মোহনবাগান

আগামী মরশুমের জন্য অনুশীলন ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন মোহনবাগান ফুটবলাররা।

রবিবার শহরে এসে গিয়েছেন বিশ্বকাপার জেসন কামিন্স। চলে এসেছেন হুগো বুমোস, ফ্লোরেন্টিন পোগবারা।

মাঠে নেমেও হাল্কা গা ঘামান সবুজ-মেরুন ফুটবলাররা। কোচ জুয়ান ফেরান্দো ভিসা সমস্যা কাটিয়ে আগেই শহরে চলে এসেছেন

গত বার বিদেশি নির্বাচনের ক্ষেত্রে রক্ষণ ও মাঝমাঠ মজবুত করায় নজর দিয়েছিলেন ফেরান্দো। 

তিরি, ম্যাকহিউদের সঙ্গে চুক্তি থাকা সত্ত্বেও ফ্লোরেন্টিন পোগবা, ব্রেন্ডন হ্যামিলদের সই করিয়েছিল মোহনবাগান। এবার রণকৌশল বদলে ফেলেছেন ফেরান্দো।

ডিফেন্সে ব্রেন্ডন হ্যামিলকে রেখে দেওয়া হলেও, ছেড়ে দেওয়া হয়েছে স্লাভকো ডামজানোভিচকে।  ছেড়ে দেওয়া তারকাদের তালিকায় রয়েছেন প্রীতম কোটাল, পুইটিয়ারাও।

একের পর এক তারকা স্ট্রাইকার সই করিয়েছে সবুজ-মেরুন ব্রিগেড। কামিন্সের সঙ্গে সই করানো হয়েছে ইউরোপা লিগের সাদিকুকে। মাঝমাঠে সাহাল , অনিরুদ্ধকে নিয়ে আসা হয়েছে।

AFC কাপে  ভারতের সম্মান রক্ষার দায়িত্ব থাকবে মোহনবাগানের ওপর। পাশাপাশি এই মরশুমে লিগ শিল্ড জেতাও লক্ষ্য জুয়ান ফেরান্দোর দলের। ফলে শক্তিশালী দল গড়ে তুলতে চাইছে সবুজ-মেরুন।

সোমবারও ক্লোজডোর অনুশীলন করবে মোহনবাগান। মঙ্গলবার থেকে দর্শকরাও দেখতে পাবেন অনুশীলন।