25 JULY, 2023
BY- Aajtak Bangla
মঙ্গলবার প্রকাশিত হল মোহনবাগান সুপার জায়ান্ট-এর নতুন জার্সি। দলে যোগ দেওয়া দুই নতুন ফুটবলার অনিরুদ্ধ থাপা এবং জেসন কামিন্স।
প্রায় ৫ হাজার জার্সির নকশা জমা পড়ে। তার মধ্যে দিয়ে এই জার্সিটি বেছে নেওয়া হয়। সবুজ এবং মেরুন রঙের নতুন জার্সিটি সমর্থকদের নকশা করা বলেজানান সঞ্জীব গোয়েঙ্কা।
এদিন নতুন জার্সি প্রকাশের সময় দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা বলেন," সমর্থকেরাই এই জার্সির নকশা করেছেন। ৫০০০ জন জার্সির নকশা জমা দিয়েছিলেন।‘
আসন্ন মরশুম নিয়েও বেশ আশাবাদী গোয়েঙ্কা। তিনি মনে করেন আইএসএল, ডুরান্ড কাপের সঙ্গে এএফসি কাপেও নিজদের সেরা পারফরম্যান্স দেবে সবুজ-মেরুন দল।
এদিনই নিজেদের মাঠে দর্শকদের সামনে প্রথমবার প্র্যাক্টিসে নামেন মোহনবাগান ফুটবলাররা। কামিন্স, সাদিকুদের দেখতে এদিন উপচে পড়ে ভিড়।
সমর্থকদের নিয়ে উচ্ছ্বসিত মোহনবাগানের বিশ্বকাপার ফুটবলার। তাঁকে ঘিরে কলকাতায় যে উন্মাদনা দেখা গিয়েছে তাতে তিনি আপ্লুত।
এই মরশুমে দারুণ দল গড়েছে মোহনবাগান। এবার তাদের লক্ষ্য এএফসি কাপ। ১৫ আগস্ট ম্যাচ খেলতে নামবেন সবুজ-মেরুন।
তবে শুধু এএফসি কাপ নয়, ডুরান্ডেও ভালো পারফর্ম করতে মরিয়া মোহনবাগান।
১২ আগস্ট ডার্বি ম্যাচ রয়েছে। সেই ম্যাচে সেরা দলই নামানো হবে বলে জানিয়েছে কর্তারা।