2 JULY, 2023
BY- Aajtak Bangla
মোহনবাগান রত্ন না হলেও মোহনবাগান রত্নর স্মারক পাচ্ছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনিজ।
এমনটাই ঘোষণা করা হল সবুজ- মেরুন ক্লাবের পক্ষ থেকে। শুধু মোহনবাগান রত্নের স্মারক নয়, আরও অনেক কিছুই দেওয়ার হচ্ছে লিওনেল মেসির সতীর্থকে।
তাঁকে দেওয়া হচ্ছে, ১০০ বছরের স্মারকও। মোহনবাগান কর্তা দেবাশিস দত্ত সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা জানান মার্টিনিজ।
পেলে- মারাদোনা-সোবার্স নামাঙ্কিত মোহনবাগান গেটের উদ্বোধন করবেন মেসির সতীর্থ।
দুই দিনের কলকাতা শহরে কর্মসূচি রয়েছে মার্টিনেসের। সবুজ মেরুনে একগুচ্ছ কর্মসূচি রয়েছে বিশ্বকাপ জয়ী গোলরক্ষকের।
কলকাতা পুলিশের ফ্রেন্ডশিপ কাপের উদ্বোধন করবেন মার্টিনেজ। পাশাপাশি একটি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও অংশ নেবেন তিনি।
পাশাপাশি আসবেন বাগান তাঁবুর অন্দরে , কর্ম সমিতির সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন দিবু।
সোমবার বিকেলে কলকাতা পৌঁছে যাবেন মার্টিনেজ। দীর্ঘ বিমানযাত্রার পর হোটেলেই থাকবেন তিনি।
মঙ্গলবার একের পর এক কর্মসূচি রয়েছে মার্টিনেজের। কলকাতায় এসে বাঙালি খাবার খাবেন আর্জেন্টিনার তারকা।